ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মদ পানের সুযোগ নেই প্রথম ম্যাচে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
মদ পানের সুযোগ নেই প্রথম ম্যাচে

ঢাকা: ভারত সফরে দক্ষিণ আফ্রিকা তিনটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে আর চারটি টেস্ট খেলবে। দুই দেশের এ সিরিজের নাম দেওয়া হয়েছে মহাত্মা গান্ধী-নেলসন মেন্ডেলা সিরিজ।

আসন্ন এ সিরিজের প্রথম ম্যাচে থাকছে না কোনো ধরনের মদ পান করার সুযোগ।

প্রোটিয়াদের ৭২ দিনের সফরে ০২ অক্টোবর ধর্মশালায় ম্যাচ দিয়ে শুরু হবে টিম ইন্ডিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। ১৮৬৯ সালে জন্মগ্রহণ করা ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী মহাত্মা গান্ধীর জন্মদিনও এদিন।

মহাত্মা গান্ধীর প্রতি সম্মান রাখতে ধর্মশালায় প্রবেশ করা ভিআইপি দর্শক ও অতিথিরা কোনও প্রকার অ্যালকোহল জাতীয় পানীয় পাবেন না বলে জানিয়েছেন ধর্মশালার প্রশাসক রিতেস চৌহান। তিনি জানান, ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যকার গান্ধী-ম্যান্ডেলা সিরিজটির প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভিআইপি দর্শক ও অতিথিরা কোনো প্রকার মদ বা বিয়ার পাবেন না। কারণ গান্ধী জয়ন্তীতে সারা ভারতে ড্রাই-ডে পালন করা হবে।

সমগ্র ভারতে মহাত্মা গান্ধীকে যেমন জাতির জনক বলে ধরে নেওয়া হয়, তেমনি দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা সংগ্রামে মুখ্য ভূমিকা রাখা নেলসন ম্যান্ডেলাকে জাতির জনক হিসেবে ধরা হয়। আর এবারই প্রথমবার মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলার নামে শুরু হচ্ছে দুই দেশের ক্রিকেট সিরিজটি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ০১ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।