ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

জাতীয় লিগে ফিরছেন ক্রিকেটাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
জাতীয় লিগে ফিরছেন ক্রিকেটাররা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: দুপুর থেকে বিকেল অবধি মিরপুরে চললো অস্ট্রেলিয়া সিরিজের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের কঠোর অনুশীলন। সন্ধ্যায় খবর এলো, আসছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

তাইতো জাতীয় লিগের ম্যাচে যোগ দিচ্ছেন টাইগার ক্রিকেটাররা।

ওদিকে, বাংলাদেশ সফর বাতিল করার সিদ্ধান্ত দেওয়ার আগেই অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড বাংলাদেশের বিপক্ষে থাকা টেস্ট স্কোয়াডের খেলোয়াড়দের রাজ্য দলে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। সেখান থেকে তারা কেউ কেউ যোগ দেবেন প্রধানমন্ত্রী একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে।

আগামী শনিবার (০৩ অক্টোবর) থেকে শুরু হচ্ছে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড। বৃহস্পতিবার (০১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানো হয়, জাতীয় লিগের ম্যাচে অংশ নিতে। ঢাকার বাইরের ম্যাচগুলোর জন্য রাতেই ম্যাচ-ভেন্যুর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন জাতীয় দলের অনেক ক্রিকেটার।

অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হওয়ায় রাজশাহী-খুলনা-বগুড়ার পাশাপাশি ভেন্যু হচ্ছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এ মাঠে খুলনা বিভাগের বিপক্ষে লড়বে ঢাকা মেট্রা।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে নামবে ঢাকা বিভাগ। রাজশাহীর শহীদ কামরুজ্জান স্টেডিয়ামে রাজশাহী-চট্টগ্রাম ও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হবে সিলেট-বরিশাল।
 
১৭তম জাতীয় লিগের প্রথম রাউন্ডের খেলা বৃষ্টির কারণে জমজমাট হয়নি। ফলাফল আসেনি কোনো ম্যাচেই। সবগুলো ম্যাচই হয়েছে ড্র। জাতীয় দলের সকল খেলোয়াড়দের নিয়েই এবার শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের খেলা। ভারত সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার থাকায় প্রথম রাউন্ডে তারা অংশ নিতে পারেননি। তবে, দ্বিতীয় রাউন্ডে থাকছেন প্রায় সকল জাতীয় দলের ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ০১ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।