ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

এবার নিউজিল্যান্ডের ঘরোয়া আসরে জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
এবার নিউজিল্যান্ডের ঘরোয়া আসরে জয়াবর্ধনে ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বব্যাপী টি-টোয়েন্টি টুর্নামেন্টে ‍অংশ নেন মাহেলা জয়াবর্ধনে। সাসেক্স, জ্যামাইকা তালাইওয়াশের পর এবার নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি আসরে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে মাঠে নামবেন সাবেক লঙ্কান ব্যাটিং জিনিয়াস।



গত মার্চে ক্রিকেট বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান জয়াবর্ধনে। সম্প্রতি তিনি ঘরোয়া টি-টোয়েন্টি আসরে ইংল্যান্ডের সাসেক্স ও ওয়েস্ট ইন্ডিজের জ্যামাইকা তালাইওয়াশের হয়ে খেলেন।

আগামী ০৫ নভেম্বর নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট জর্জি পাই সুপার স্ম্যাশ’র পর্দা উঠবে। ০৬ ডিসেম্বর গ্রুপ পর্বের খেলা শেষ হবে। আর ১৩ ডিসেম্বর মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

নেলসনে ওয়েলিংটনের বিপক্ষে ১৯ নভেম্বরের ম্যাচ দিয়ে মাঠে নামবেন জয়াবর্ধনে।

সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের কোচ হেনরিচ মালান বলেন, ‘জয়াবর্ধনে অবিশ্বাস্য একজন প্রতিভাবান ক্রিকেটার। তার মতো অভিজ্ঞ খেলোয়াড়কে পেয়ে আমরা উচ্ছ্বসিত। তাকে দেখে দলের তরুণ সদস্যদের আত্মবিশ্বাসটাও বেড়ে যাবে। ’

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।