ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

রায়নার ব্যাট চুক্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
রায়নার ব্যাট চুক্তি ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের শীর্ষস্থানীয় টায়ার প্রস্তুতকারক কোম্পানী চিয়েট’র সঙ্গে তিন বছরের ব্যাট স্পন্সরের চুক্তি সারলেন সুরেশ রায়না। অবশ্য, নির্দিষ্ট করে সঠিক আর্থিক মূল্যটা জানা যায়নি।

তবে উক্ত ইন্ডাষ্ট্রির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, চুক্তির অঙ্কটা ১০ থেকে ১২ কোটির মধ্যে হবে।

এদিকে, শুক্রবার (০২ অক্টোবর) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে। এ ম্যাচেই হয়তো চিয়েট নামযুক্ত ব্যাট হাতে মাঠে নামবেন রায়না। উল্লেখ্য, রায়নার মার্কেটিং কোম্পানি আইওএস এন্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের মাধ্যমেই চিয়েট’র সঙ্গে ‍চুক্তি সম্পন্ন হয়।

রায়না একমাত্র ব্যাটসম্যান যিনি কিনা ভারতের হয়ে তিন ধরনের ফরমেটেই শতক হাঁকিয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে অন্য কোনো ব্যাটসম্যানেরই সেঞ্চুরি নেই।

এর আগে বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে রায়নার ব্যাট স্পন্সর চুক্তি ছিল। গত আগস্টে এর মেয়াদ শেষ হয়।

এক সাক্ষাৎকারে আইওএস’র সিইও নিরাভ বলেন, ‘অনেক কর্পোরেট প্রতিষ্ঠান ব্যাট স্পন্সর চুক্তি করতে আগ্রহ দেখায়। কিন্তু রায়নার ইচ্ছানুযায়ী সক্রিয় প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করা হয়। এই প্রথম চিয়েট কোনো ক্রিকেটারের সঙ্গে ব্যাট স্পন্সরের চুক্তি করেছে। ’

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।