ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতে শিরোপা জিততে চান আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
ভারতে শিরোপা জিততে চান আফ্রিদি ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়ানডে, টেস্ট ক্রিকেটে অবসরে যাওয়ায় শহীদ আফ্রিদির পুরো মনোযোগটা টি-টোয়েন্টি ‍ঘিরে। ভারতে অনুষ্ঠেয় ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন ৩৫ বছর বয়সী এ অলরাউন্ডার।

তিনি নিজেই এরকম ইঙ্গিত দিয়েছেন। তাই ক্যারিয়ার সায়াহ্নে এসে এ ট্রফিটা আরেকবার ছুঁতে চান আফ্রিদি।

সেদিকেই দৃষ্টি রাখছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক। কিন্তু, বর্তমান সময়টা তার মোটেই ভালো যাচ্ছে না। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বসাকুল্যে মাত্র চার রান করেন ‘বুমবুম’ আফ্রিদি। বল হাতে তো উইকেটের দেখাই পাননি। যদিও দুই ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান।

তবে নিজের পারফরম্যান্স নিয়ে অতটা উদ্বিগ্ন নন আফ্রিদি। বরং তিনি ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে দৃষ্টি রাখছেন, ‘টি-টোয়েন্ট বিশ্বকাপ শুরুর আগে অনেক ম্যাচ খেলার সুযোগ পাব। পাকিস্তানের বর্তমান দল নিয়ে আমি সন্তুষ্ট। তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করছে। তাই বিশ্বকাপ সামনে রেখে দলের কম্বিনেশনটাও ভালো। ইতিবাচক সাফল্য পাওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। ’

পাকিস্তানকে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় অবদান রাখেন আফ্রিদি। লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে চমৎকার অলরাউন্ড নৈপুণ্যে তার হাতে ম্যাচ সেরার পুরস্কার ওঠে। এর দু’বছর আগে প্রথম আসরে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন ‍আফ্রিদি। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে ব্যাটে-বলে ছিলেন নিষ্প্রভ। জোহানেসবার্গের শ্বাসরুদ্ধকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাঁচ রানে হার মানে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।