ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান ছবি: সংগৃহীত

ঢাকা: দ্বিতীয়বারের মতো জিম্বাবুয়ে সফর করবে আফগানিস্তান। তবে ‍অচিরেই তা হচ্ছে না।

  সূচি অনুযায়ী ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২০১৬ সালের ১৩ অক্টোবর জিম্বাবুয়েতে পা রাখবে আফগানিস্তান ক্রিকেট দল।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানরা। সবগুলো ম্যাচই হবে বুলাওয়েতে। আগামী বছরের ১৬ অক্টোবর ওয়ানডে ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে।

বাকি চারটি ম্যাচ হবে যথাক্রমে ১৮, ২০, ২২, ২৪ অক্টোবর। আর ২৭ ও ২৯ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে।

গত বছর জিম্বাবুয়ে সফরে চারটি ওয়ানডে ও দু’টি চারদিনের ম্যাচ খেলে আফগানিস্তান। অবশ্য, সিরিজ জিততে ব্যর্থ হয় স্বাগতিকরা। ওডিআই সিরিজটি ২-২ সমতায় শেষ হয়। আর চারদিনের ম্যাচে দু’দলই একটি করে জয় পায়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।