ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মিসবাহর অবসর চিন্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
মিসবাহর অবসর চিন্তা ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৫ বিশ্বকাপ খেলেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের মিসবাহ-উল-হক। এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় জানানোর কথা ভাবছেন বর্তমান অধিনায়ক।

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ খেলেই ক্রিকেটকে বিদায় জানাতে পারেন ৪১ বছর বয়সী এই ক্রিকেটার।

১৩ অক্টোবর থেকে অ্যাশেজ জয়ী ইংল্যান্ডের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।

সিরিজের জন্য লাহারে চলছে দলের অনুশীলন ক্যাম্প। শুক্রবার (০২ অক্টোবর) লাহোরে অনুশীলন শেষে সাংবাদিকদের মিসবাহ বলেন, ‘আমি মনে করি এখনই ‍অবসর নেয়ার উপযুক্ত সময়। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। ভাল স্মৃতি নিয়েই অবসরে যেতে চাই। পাকিস্তানের হয়ে শেষ ইনিংটা স্মরণীয় করে রাখতে চাই। ভক্ত-সমর্থকরা যেন শেষ পারফরমেন্সটা মনে রাখে। ’  

ভারতের বিপক্ষে সিরিজ খেলে অবসর নেবেন বলে গত মাসে ঘোষণা দিয়েছিলেন মিসবাহ। কিন্তু রাজনৈতিক উত্তেজনার কারণে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটোর মধ্যে ডিসেম্বর-জানুয়ারিতে প্রস্তাবিত এ সিরিজ মাঠে গড়াবে কিনা-এ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে ইংল্যান্ড সিরিজ খেলেই অবসরে চলে যাচ্ছেন মিসবাহ।

২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরের পাঁচ বছরের নিষেধাজ্ঞার ঘটনার পর ভঙ্গুর পাকিস্তান দলের নেতৃত্বে আসেন মিসবাহ।  

২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ছোট ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানান মিসবাহ। এরপর এ বছরের মার্চে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন। সাদা পোশাকের ক্রিকেট থেকেও একই বছরে অবসর নিতে যাচ্ছেন এই ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ০৩ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।