ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাট হাতে বোলার যাদবের শতক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
ব্যাট হাতে বোলার যাদবের শতক

ঢাকা: প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে প্রথম শতকের দেখা পেয়েছেন ভারতীয় পেসার উমেস যাদব। তবে, বোলিংয়ে নয়, রীতিমতো খাঁটি ব্যাটসম্যানের মতো ব্যাট চালিয়ে তিন অঙ্কের ফিগার ছুঁয়েছেন যাদব।



রঞ্জি ট্রফির চলতি আসরে চার দিনের ম্যাচে বিদর্ভের হয়ে ম্যাচের দ্বিতীয় দিন শতক হাঁকান যাদব। এর আগে ভারতীয় এ পেসারের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৯০ রানের ইনিংস ছিল।

ওদিশার বিপক্ষে নাগপুরে অপরাজিত শতক হাঁকানো যাদব করেন ১২৮ রান। ১১৯ বলে ৭টি চার আর ৭টি ছক্কায় যাদব তার ইনিংসটি সাজান। দলীয় ২৯৩ রানের মাথায় দলের অষ্টম উইকেটের পতন হলে অসাধারণ ব্যাটিং নৈপূণ্য দেখানো যাদব ব্যাট হাতে মাঠে নামেন নয় নম্বরে। অক্ষয় ওয়াখেরেকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে আরও ১০২ রান যোগ করেন যাদব।

যাদবের অপরাজিত শতকের উপর ভর করে প্রথম ইনিংসে ৪৬৭ রান সংগ্রহ করে বিদর্ভ।

ভারতের জাতীয় দলের হয়ে ১৫টি টেস্ট আর ৫০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ০৩ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।