ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

রকিবুল-রনির অর্ধশতকে এগোচ্ছে ঢাকা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
রকিবুল-রনির অর্ধশতকে এগোচ্ছে ঢাকা

ঢাকা: রনি তালুকদার ও রকিবুল হাসানের অর্ধশতকে রংপুর বিভাগের বিপক্ষে ভালো অবস্থানে থেকেই দিন শেষ করেছে ঢাকা বিভাগ। জাতীয় লিগের স্তর-১ এর ম্যাচে প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৬৫ রান করেছে ঢাকা বিভাগ।

যদিও শুরুর মতো দিনের শেষটা হয়নি তাদের।
 
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচণা করেন ঢাকার দুই ওপেনার রনি তালুকদার ও আব্দুল মজিদ। ওপেনিং জুটিতে এরা যোগ করেন ৯৩ রান। যদিও ইনিংসকে লম্বা করতে পারেননি এরা দু’জন। আব্দুল মজিদ ৩১ ও রনি তালুকদার ৫৯ রান করে আউট হন।

দুই ওপেনারের বিদায়ের পর হাল ধরেন মোহাম্মদ সাইফুদ্দিন ও রকিবুল হাসান। সাউফুদ্দিন ৩৩ ও রকিবুল ৫২ রান করে সাজঘরে ফেরেন। শুভাগত হোম করেন ১৪ রান।   মায়শুকুর রহমান করেন ৩৫। ও নাদিফ চৌধুরী ২৯ ও সগির হোসেন ১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।

সোহরাওয়ার্দী শুভ তিনটি, তানভীর হায়দার দুটি ও সাদ্দাম হোসেন একটি উইকেট নিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।