ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আরেকবার উড়াল দিচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
আরেকবার উড়াল দিচ্ছেন সাকিব ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হওয়ায় জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত জাতীয় লিগ নিয়ে। জাতীয় লিগের প্রথম রাউন্ড খেললেও দ্বিতীয় রাউন্ডে খেলছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।



বিসিবি’র একটি সূত্র থেকে জানা যায়, আরেকবার ছুটি নিচ্ছেন সাকিব। তার ছুটির আবেদনের প্রেক্ষিতেই বিসিবি ছুটি দিচ্ছে সাকিবকে।

প্রথম সন্তানের আগমনের প্রহর গুনছেন সাকিব-শিশির দম্পতি। সাকিবের সন্তানসম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশির বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সাকিব সেখানে স্ত্রীর পাশে থাকতে বিসিবির কাছে ছুটির আবেদন করেন।

এর আগে যুক্তরাষ্ট্রে শিশিরকে নিয়ে উড়াল দেন তিনি। তবে, পরে অস্ট্রেলিয়া সিরিজের জন্য ফিরে আসেন। এসে নেমে পড়েন অনুশীলনে এবং জাতীয় লিগের প্রথম রাউন্ডে। তবে স্ত্রীকে দেখতে আরেকবার ছুটি নিচ্ছেন তিনি। স্ত্রীর পাশে যতটুকু সম্ভব থাকতে চান সাকিব।

শেষ মুহূর্তে অজিরা সফর স্থগিত করায় জাতীয় লিগে ফেরে টেস্ট দলের ক্রিকেটাররা। অজিদের বিপক্ষে সিরিজ শেষ করে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে স্ত্রীর পাশে থাকতে চেয়েছিলেন সাকিব। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হওয়ায় আগেই চলে যাচ্ছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ০৪ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।