ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের অপেক্ষায় ‘বুমবুম’ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
বিপিএলের অপেক্ষায় ‘বুমবুম’ আফ্রিদি ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে খেলতে মুখিয়ে আছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। ‘বুমবুম’ আফ্রিদি নিজেই তা জানিয়েছেন সংবাদমাধ্যমকে।



ফ্রাঞ্চাইজিভিত্তিক দলের বিপিএলের প্রথম আসরে সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন আফ্রিদি। তবে, দ্বিতীয় আসরে বাংলাদেশে আসা হয়নি তার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নিষেধাজ্ঞা থাকার কারণে দ্বিতীয় আসরে খেলা হয়নি তার। তবে, এবারের তৃতীয় আসরে কোনো নিষেধাজ্ঞা না থাকলে বিপিএলে অংশ নেবেন আফ্রিদি।

সম্প্রতি ব্যাটিংয়ে রান খরা আর বোলিংয়ে উইকেট খরায় ভুগছেন আফ্রিদি। ওয়ানডে আর টেস্টকে বিদায় জানানো এ তারকা অলরাউন্ডার সর্বশেষ ১০টি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন মাত্র ১১০ রান। আর বল হাতে পেয়েছেন মাত্র ৬টি উইকেট।

নিজের বাজে ফর্ম আর এর থেকে পরিত্রাণ পেতে হলে আরও বেশি ম্যাচ খেলতে চান আফ্রিদি। ছন্দে ফিরতে মরিয়া বিপিএলের প্রথম আসরে সর্বোচ্চ সাত লাখ ডলারে ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলা আফ্রিদি।

এ প্রসঙ্গে পাকিস্তান টি-টোয়েন্টির সেরা তারকা আফ্রিদি বলেন, বাংলাদেশ থেকে আমাকে প্রস্তাব করা হয়েছে আসন্ন বিপিএলে খেলার জন্য। এ টুর্নামেন্ট আমাকে ছন্দ ফিরে পেতে সাহায্য করবে। টুর্নামেন্টের নতুন আসরে নামতে অপেক্ষায় আছি।

প্রথম আসরে খুলনার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে আফ্রিদি ব্যাট হাতে করেছিলেন ২৭ রান আর বল হাতে নিয়েছিলেন একটি উইকেট। ১১ বলে তিনটি বিশাল ছক্কায় অপরাজিত থাকেন তিনি। পরের ম্যাচে বরিশালের বিপক্ষে ফাইনালে ঢাকার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন তিনি। ৪ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট পাওয়া আফ্রিদিকে ব্যাট হাতে নামতে হয়নি। চ্যাম্পিয়নও হয় তার দল।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ০৪ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।