ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় দিন শেষে এগিয়ে ঢাকা বিভাগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
দ্বিতীয় দিন শেষে এগিয়ে ঢাকা বিভাগ

ঢাকা: বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ব্যাটসম্যানদের দৃঢ়তায় জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে ঢাকা বিভাগ ৩৫১ রানের বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। রংপুর বিভাগের বিপক্ষে এ ম্যাচের দ্বিতীয় দিন শতক হাঁকিয়ে দলকে ভালো সংগ্রহ গড়ে দেন নাদিফ চৌধুরি।



ঢাকা বিভাগ নিজেদের প্রথম ইনিংসে ৪৪৯ রানে অলআউট হয়। দিন শেষে রংপুর বিভাগ ৩ উইকেট হারিয়ে তুলেছে ৯৮ রান।

আগে ব্যাটিং করা ঢাকার সেঞ্চুরিয়ান নাদিফ খেলেন ১১১ রানের অসাধারণ একটি ইনিংস। তার ১৮৭ বলে সাজানো ইনিংসে ছিল ১১টি চারের পাশাপাশি একটি ছক্কা।

ওপেনার আব্দুল মজিদ ৩১, রনি তালুকদা ৫৯, সাইফ হাসান ৩৩, রাকিবুল হাসান ৫২, শুভাগত হোম ১৪, মাইশুকুর রহমান ৩৫, সগির হোসেন ৩১, মোশাররফ হোসেন ৩৬ আর মোহাম্মদ শরীফ ৩০ রান করেন।

রংপুরের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন ২৩ ওভারে ৬২ রান খরচ করা তানভীর হায়দার। এছাড়া তিনটি উইকেট দখল করেন সোহরাওয়ার্দি শুভ। নাসির হোসেন ৮ ওভার বল করে ৪১ রান খরচ করে উইকেট শূন্য থাকেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৩৯ ওভার ব্যাট করে রংপুর ৩ উইকেট হারিয়ে তুলেছে ৯৮ রান।

দলের হয়ে অর্ধশতকের দেখা পেয়েছেন ওপেনার লিটন দাশ। ৮৭ বলে ৫টি চার আর একটি ছক্কায় তিনি ৫১ রান করে মোশাররফ হোসেনের বলে রনি তালুকদারের তালুবন্দি হন। আরেক ওপেনার সায়মন আহমেদ ১০ রান করে বিদায় নেন। নাঈম ইসলাম ৫ রানে সাজঘরে ফেরেন। উইকেটে অপরাজিত থেকে দিন শেষ করেন নাসির হোসেন এবং তানভীর হায়দার। নাসির ১১ ও তানভীর ১৭ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবেন।

ঢাকার হয়ে তিনটি উইকেটই নিজের থলিতে নিয়েছেন ১৪ ওভারে ৩৩ রান খরচ করা মোশাররফ হোসেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ০৪ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।