ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরপুর স্টেডিয়ামের দোকান উচ্ছেদ চায় বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
মিরপুর স্টেডিয়ামের দোকান উচ্ছেদ চায় বিসিবি ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যাচের দিন ব্যতীত আন্তর্জাতিক সিরিজ চলাকালীন সময়েও খোলা রাখা হয় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের আসবাবপত্র তৈরীর দোকানগুলো। এ জন্য স্টেডিয়াম চত্বরে বহিরাগতদের প্রবেশও বেড়ে যায়।

দেশি-বিদেশি ক্রিকেটারদের দোকান-পাটের সামনে দিয়েই অনুশীলনের জন্য হেঁটে যেতে হয় একাডেমি মাঠে।

এখনো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বিষয়টাকে ভালোভাবে দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সমস্যা সমাধানের পথ বের করতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) দৃষ্টি আকর্ষণ করেছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
 
রোববার (০৪ অক্টোবর) বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের এ ব্যাপারে তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে এমন নেই। এখানে গ্রিলের দোকান, ফার্ণিচারের দোকান। বাইরের লোকের আনাগোনা থাকে। আমরা অনেক চেষ্টা করেছি দোকানগুলোকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার জন্য। স্টেডিয়ামের বাইরে আমরা অনেকগুলো দোকান ঠিক করে দিয়েছি। ভেতরের দোকানগুলো ওখানে চলে যাওয়ার কথা। কিন্তু তারা এখনো যাচ্ছে না। এটা কিন্তু একটা বড় সমস্যা। এনএসসি যদি এই সমস্যাগুলো না বোঝে তাহলে বাইরের লোকদের আনাগোনা থেকেই যাবে। ’

তিনি আরও যোগ করেন, ‘খেলার সময়ও এতে আমাদের সমস্যা হয়। যদিও তখন দোকান বন্ধ রাখা হয়। বহিরাগতদের আগমনে যে নিরাপত্তার বিষয় আছে সেগুলো নিশ্চিত করতে হবে। মুখে মুখেই আমরা এটাকে হোম অব ক্রিকেট বলি। কিন্তু বাস্তবে আমরা তা দেখছি না। ’

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।