ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিকে শুভ জন্মদিন জানিয়ে আইসিসির টুইট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
মাশরাফিকে শুভ জন্মদিন জানিয়ে আইসিসির টুইট

ঢাকা: ৫ অক্টোবর, ২০১৫; ৩২ বছরে পা রাখলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক (ওডিআই) মাশরাফি বিন মর্তুজা। ১৯৮৩ সালের এইদিনে নড়াইলে জন্মগ্রহণ করে টাইগার এ অধিনায়ক।



এদিকে, জন্মদিনে মাশরাফিকে শুভেচ্ছা জানাতে ভুলেননি বিশ্বব্যাপী মাশরাফি ভক্তরা। শুভেচ্ছা জানিয়ে টুইট করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

টুইটে আইসিসি লেখে, হ্যাপি বার্থডে টু৥ওডিআই ক্যাপ্টেন, মাশরাফি মর্তুজা।

২০০১ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির। ১৫৭টি ওডিআই খেলা মাশরাফির ঝুলিতে রয়েছে দু’শ’ উইকেট। সেরা বোলিং ২৬ রানে ৬ উইকেট।

এছাড়া ৩৬টি টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন ৭৮ উইকেট। আর ৩১টি২০ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট।

ফেসবুকে ৪২ লাখের বেশি ফলোয়ার রয়েছে টাইগার এ ক্রিকেট আইকনের।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।