ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

হারের শঙ্কায় নাসির-লিটনরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
হারের শঙ্কায় নাসির-লিটনরা

ঢাকা: জাতীয় লিগের দ্বিতীয় পর্বের খেলায় হারের শঙ্কা নিয়ে তৃতীয় দিন শেষ করেছে রংপুর বিভাগ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফলোঅনে পড়ে দলটি এখনও ১৪৬ রানে পিছিয়ে আছে।

হাতে রয়েছে সাতটি উইকেট। রংপুরের ইনিংসে মূলত একাই ধ্বস নামান স্পিনার মোশারফর হোসেন।

ঢাকা বিভাগের করা ৪৪৯ রানের পাহাড়সম ইনিংসে চাপা পড়ে ফলোঅনে পড়েছে সাজেদুল ইসলামের নেতৃত্বে থাকা রংপুর। প্রথম ইনিংসে ২৪৮ করে ফলোঅনে পড়া রংপুর তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে তিন উইকেট হারিয়েছে।

তৃতীয় দিন রংপুর ব্যাটিংয়ে নামার সময় দলটির স্কোর ছিল তিন উইকেট হারিয়ে ১০০ রান। তবে আগের দিনের লিটন দাশের পর নাসির হোসেন ছাড়া অন্য কোনো ব্যাটসম্যান জ্বলে উঠতে না পারায় ২৪৮ রানেই শেষ হয় রংপুরের প্রথম ইনিংস। নাসির ১১৩ বলে ১১টি চারের সাহায্যে ৭৩ রান করে মোশারফের শিকার হন।

ইনিংসের শেষ দিকে অবশ্য সোহরাওয়ার্দী শুভর ৪৫ রানের সুবাদে ২০০ রানের কোটা পার করে রংপুর। ঢাকার হয়ে বাঁহাতি স্পিনার মোশারফ একাই ছয়টি উইকেট তুলে নেন।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি রংপুর। প্রথম ইনিংসে অর্ধশতক হাঁকানো লিটন দ্বিতীয় ইনিংসে ১৪ রানেই প্যাভিলিওনে ফেরেন। আর নাসির দ্বিতীয় ইনিংসে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। মোশারফ দ্বিতীয় ইনিংসেও দুটি উইকেট পান।

এই ম্যাচ বাঁচাতে হলে আগামীকাল (০৬ অক্টোবর) রংপুরকে দৃঢ় ব্যাটিংই করতে হবে। অন্যথায় হয়তো ইনিংস ব্যবধানেই হারতে হতে পারে নাসির-লিটনদের।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।