ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আইসিসিতে দুর্বল নয় বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
আইসিসিতে দুর্বল নয় বাংলাদেশ ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়া সিরিজ স্থগিতের পর দক্ষিণ আফ্রিকা নারী দলের বাংলাদেশ সফরও পিছিয়ে যাচ্ছে নিরাপত্তা ঝুঁকির কারণেই। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে একটি সিকিউরিটি নিরাপত্তা চাইলেও মেইলের মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা-পরিস্থিতি তাদের বোঝানো সম্ভব হবে না বলে মনে করছে বিসিবি।



ফলে আইসিসির আগামী বোর্ড সভাতেই এ নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী ৯ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইসিসির বোর্ড সভা।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুটো সিরিজ নিয়ে আইসিসির সভায় কথা বলবেন নাজমুল হাসান। সেই সঙ্গে নিরাপত্তা হুমকি থাকার পরও কিভাবে ক্রিকেট চালিয়ে নেওয়া যায় এ ব্যাপারে কথা বলবেন তিনি। সোমবার (০৫ অক্টোবর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ ব্যাপারে সংবাদমাধ্যামের সঙ্গে কথা বলেন।

এ সময় আইসিসিতে বাংলাদেশের বর্তমান অবস্থান সাংবাদিকদের কাছে ব্যাখ্যা করেন নাজমুল হাসান। তিনি বলেন, ‘আইসিসির কাছে এখন আর দুর্বল অবস্থায় নেই বাংলাদেশ। খেলাধুলায় ভালো করায় ওখানেও আমাদের অবস্থান ভালো। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ছাড়াও অন্যদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, পাকিস্তান, শ্রীলঙ্কা- সবার সঙ্গেই সম্পর্ক ভালো আমাদের। এটুকু জানি, একটা কিছু আমি বললে গুরুত্বসহকারে তারা শুনবে। ’

তিনি আরও যোগ করেন, ‘নিরাপত্তা হুমকি থাকলেও ক্রিকেট বন্ধ থাকবে এটা হতে পারে না। এ ব্যাপারে আইসিসিরও ভূমিকা থাকা উচিত। কী করলে হুমকি থাকলেও ক্রিকেট ম্যাচ চালিয়ে নেওয়া যাবে এটা নিয়ে আইসিসির সভায় কথা বলবো। ’

সাম্প্রতিক সময়ে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তান ও ভারতের পর দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারিয়েছে টাইগাররা। বাংলাদেশের মাটিতে লড়াই করাটা যে কোনো দেশের জন্য চ্যালেঞ্জিং।

বাংলাদেশের এমন উত্থানের সময় টাইগার ক্রিকেটারদের দমিয়ে রাখার জন্য আন্তর্জাতিক কোনো রাজনীতি হচ্ছে কিনা-এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেন, ‘আমার মনে হয়না বাংলাদেশের ক্রিকেটকে টার্গেট করে এটা করা হয়েছে। আমাদের যদি কোনো দেশে সফরে যাওয়ার কথা থাকতো এবং সেখানে যদি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপিয়ান দেশ রেড এলার্ট জারি করে, তবে আমরাও সেখানে যাওয়া নিয়ে ভাবতাম।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ০৫ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।