ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টার্গেট পূর্ণ করতে রাজশাহীর চাই ১৫৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৫
টার্গেট পূর্ণ করতে রাজশাহীর চাই ১৫৯

রাজশাহী: রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়াল্টন ১৭তম জাতীয় ক্রিকেট লিগে টার্গেট পূর্ণ করতে রাজশাহীর দরকার ১৫৯ রান।

দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনে সোমবার (০৫ অক্টোবর) চট্টগ্রাম বিভাগ ৭৫ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ৬৭.২ ওভারে ১৮১ রান সংগ্রহ করে।



এতে তারা রাজশাহীর চেয়ে ২৫৬ রানে এগিয়ে থাকে। ইয়াসির আলী ১০টি চার হাঁকিয়ে ৬১, ইরফান শুকুর ৭টি চার হাঁকিয়ে ৫৫ রান করেন। রাজশাহীর সানজামুল ইসলাম ৩৯ ও তাইজুল ইসলাম ৭২ রানে পর্যায়ক্রমে ৩টি করে উইকেট নেন।

২৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দিন শেষে রাজশাহীর সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২০ ওভারে ৯৮ রান। দলের নাজমুল শান্ত অপরাজিত ৪৫ ও জুনায়েদ সিদ্দিকী ১টি চার হাঁকিয়ে অপরাজিত ৫৩ রান করেন। রাজশাহীর টার্গেট পূর্ণ করতে চাই ১৫৯ রান।

আগামীকাল মঙ্গলবার (০৬ অক্টোবর) শেষ দিনে তাদের হাতে আছে পুরো একদিন ও ১০ উইকেট।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৫
এসএস/আইএ

** জয়ের পথে রাজশাহী, হতাশ তামিম-মুমিনুলরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।