ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

অজিদের সমালোচনা, বিসিবিকে আফ্রিদির ‘ধন্যবাদ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
অজিদের সমালোচনা, বিসিবিকে আফ্রিদির ‘ধন্যবাদ’ ছবি: সংগৃহীত

ঢাকা: নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর স্থগিত করার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান বাংলাদেশের পক্ষ নিয়ে অজিদের সমালোচনা করেছেন আগেই। এবার বাংলাদেশের পক্ষ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনা করছেন দেশটির টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি।



নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া। অজিদের পর দক্ষিণ আফ্রিকা মহিলা দলও তাদের সফর স্থগিত করেছে। তবে, পাকিস্তানের মতো দেশে খেলতে গিয়েছে বাংলাদেশের মেয়েরা।

চার স্তরের নজিরবিহীন নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতির পরও দলগুলোর এমন আচরণ হতাশ করেছে দেশের ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে, সঙ্গে হতাশ আফ্রিদিও। বাংলাদেশ সফরে স্টিভেন স্মিথদের দুটি টেস্ট খেলার কথা ছিল।

করাচিতে সফরকারী বাংলাদেশ নারী দল ও স্বাগতিক পাকিস্তান নারী দলের সঙ্গে দেখা করতে যান আফ্রিদি। সেখানে তিনি অজিদের সমালোচনা করে বলেন, নিরাপত্তাকে অবশ্যই গুরুত্ব দেয়া উচিত। তবে এমন ছোট ইস্যুতে সফর স্থগিত করা উচিত নয়। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত আর পাকিস্তানের (উপমহাদেশের দলগুলোর) মধ্যে একতা সৃষ্টি করতে হবে।

নিরাপত্তার কারণে গত ছয় বছরে পাকিস্তানে খেলতে যেতে চায়নি কোনো আন্তর্জাতিক ক্রিকেট দল। তবে, সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পেয়ে কিছুদিন আগে (প্রায় ছয় বছর পর) জিম্বাবুয়ে পাকিস্তানে সফর করে। এরপর বাংলাদেশের মেয়েরা সেখানে খেলতে যায়।

পাকিস্তানের টি-২০ অধিনায়ক বলেন, আমাদের দেশের ক্রিকেট কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এবং তাদের সরকারকে ধন্যবাদ তাদের নারী দলকে পাঠানোর জন্য। পুরুষ দলকে পাকিস্তানের মাটিতে পাঠানোর আগে নারী দলকে এখানে পাঠানোর সিদ্ধান্তটি চমৎকার। আশা করি নারী দলের দেখানে পথে বাংলাদেশের পুরুষ দলটিও এখানে খেলতে আসবে।

এর আগে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে না আসার জন্য বলেছিলেন, নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করা ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) 'বাড়াবাড়ি'। অস্ট্রেলিয়াকে বাংলাদেশি, ভারতীয়, শ্রীলঙ্কান ও পাকিস্তানিদের বিশ্বাস করতে হবে। সম্ভবত অতি স্পর্শকাতর অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ০৬ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।