ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

পাঁচ বছর পর টেস্ট দলে মালিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
পাঁচ বছর পর টেস্ট দলে মালিক ছবি : সংগৃহীত

ঢাকা: সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন শোয়েব মালিক। পাঁচ বছরেরও অধিক সময় পর পাকিস্তানের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন ৩৩ বছর বয়সী এ অলরাউন্ডার।

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে ১৬তম সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মালিক।

আগামী ১৩ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। বাকি দুই ম্যাচ যথাক্রমে ২২ ও ০১ নভেম্বর শুরু হবে। টেস্ট সিরিজ শেষে চারটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দু’দল। উল্লেখ্য, এখনো ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেনি পিসিবি।

ওয়ানেডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ ফর্মে মালিক। তাই টিম ম্যানেজমেন্টের অনুরোধে তাকে টেস্ট দলে রাখা হয়েছে। টিম ম্যানেজার ইন্তিখাব আলম প্রধান নির্বাচক হারুন রশিদের কাছে অনুরোধ জানায়। পরে তিনি ও কোচ ওয়াকার ইউনিসের সুপারিশের ভিত্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান তা অনুমোদন করে।

সাদা পোশাকে সর্বশেষ ২০১০ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন মালিক। কাকতালীয়ভাবে ইংলিংশদের বিপক্ষেই তার টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন হতে যাচ্ছে।

দুই বছরের বিরতিতে এ বছরের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন মালিক। লাহোরে ওয়ানডে সিরিজের প্রথমটিতেই তিনি সেঞ্চুরি উদযাপন করেন।

চলতি বছরে এখন পর্যন্ত ১১টি ওয়ানডে ইনিংসে ৫০০ রান করেছেন মালিক। একটি শতকের পাশাপাশি রয়েছে তিনটি ফিফটি। অন্যদিকে, ছয়টি টি-টোয়েন্টিতে করেছেন ১১৮ রান। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান (১৬১) সংগ্রাহকও তিনি। সব মিলিয়ে সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংয়েও কার্যকরী ভূমিকা রাখছেন মালিক।

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৩২ টেস্টে ৩৩.৪৫ গড়ে ১,৬০৬ রান করেছেন মালিক। আটটি অর্ধশতকের পাশাপাশি রয়েছে দু’টি সেঞ্চুরি। আর বল হাতে নিয়েছেন ২১ উইকেট।

পাকিস্তান টেস্ট স্কোয়াড: মিসবাহ উল হক (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আসাদ শফিক, আজহার আলী, ফাওয়াদ ‍আলম, ইমরান খান, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, রাহাত আলী, সরফরাজ আহমেদ, শান মাকসুদ, শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, ইউনিস খান ও জুলফিকার বাবর।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।