ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

নিষ্প্রাণ ড্র বরিশাল-সিলেট ম্যাচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
নিষ্প্রাণ ড্র বরিশাল-সিলেট ম্যাচ

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের দল বরিশাল ও সিলেট বিভাগের ম্যাচটি ড্র হয়েছে। মঙ্গলবার (০৬ অক্টোবর) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ ও শেষ দিনের ১৫ ওভার বাকী থাকতেই ম্যাচটি ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।



সংক্ষিপ্ত স্কোর:
বরিশাল: ৫২৭/৯ (ডিক্লে.) ও ১৪৬/৭
সিলেট: ৪০০
 
এ ম্যাচে ড্র’য়ের আভাস ছিল তৃতীয় দিন শেষেই। বরিশালের প্রথম ইনিংসে করা ৫২৭ রানের জবাবে আগের দিন ৭ উইকেটে ৩৬৩ রান তুলেছিল সিলেট বিভাগ। শেষ দিনে তারা আরো ৩৭ রান যোগ করে অলআউট হয়। ইমতিয়াজ হোসেনের শতকের পর অর্ধশতদের দেখা পান রাজিন সালেহ, জাকির হোসেন ও শানাজ আহমেদ।  
 
বরিশালের হয়ে সোহাগ গাজী চারটি উইকেট লাভ করেন। মোসাদ্দেক হোসেন ও মনির হোসেন দু’টি করে উইকেট নেন।
 
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বরিশাল। ১৪৬ রান তুলতেই ৭ উইকেট হারায় তারা। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা মোসাদ্দেক হোসেন দ্বিতীয় ইনিংসে করেন ৬১ রান। ফজলে মাহমুদ ৪৭ রান করে আউট হন।
 
সিলেটের হয়ে অলক কাপালী, রাহাতুল ফেরদৌস ও আবু জায়েদ রাহি দু’টি করে উইকেট দখল করেন।
 
প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করার সুবাদে ম্যাচসেরা হয়েছেন মোসাদ্দেক হোসেন।
 
উল্লেখ্য, জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে রাজশাহীর বিপক্ষে খেলবে সিলেট। অন্য ম্যাচে চট্টগ্রামের মুখোমুখি হবে বরিশাল বিভাগ। আগামী ১০ অক্টোবর থেকে তৃতীয় রাউন্ডের ম্যাচ শুরু হবে।
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।