ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ড্র ম্যাচের নায়ক ‘এম’ ত্রয়ী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
ড্র ম্যাচের নায়ক ‘এম’ ত্রয়ী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ফলোঅনে পড়েও ঢাকা মেট্রোপলিটনের বিপক্ষে ড্র করেছে খুলনা বিভাগ। ১৭তম জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খুলনার দারুণ ব্যাটিংয়ের পর ফলোঅন করা ঢাকা মেট্রোর মার্শাল আইয়ুব দলকে ড্র পাইয়ে দেন।

বুক চিতিয়ে ব্যাট করে যাওয়া মার্শাল দুই ইনিংসেই শতক হাঁকিয়েছেন।

মার্শালের মহাকাব্যিক দুটি ইনিংসের বাইরে খুলনার ব্যাটসম্যান মোহম্মদ মিঠুন আর বোলার মেহেদি হাসান মিরাজকেও এ ম্যাচের দুই নায়ক বলা যায়। প্রথম ইনিংসে মিঠুন ১৮৬ রান করেছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মিরাজ দুই ইনিংসে নিয়েছেন ৮টি উইকেট।

খুলনা তাদের প্রথম ইনিংসে মিঠুনের ব্যাট ভর করে তোলে ৪৫৫ রান। মিরাজ সে ইনিংসে করেন ৬৭ রান। এছাড়া এনামুল হক বিজয় ৩৪, তুষার ইমরান ৫৯, আব্দুর রাজ্জাক ৪৬ রান করেন।

ঢাকা মেট্রোর হয়ে মোহাম্মদ শহীদ ৪টি, ইলিয়াস সানি একটি উইকেট নিলেও উইকেট শূন্য থাকেন দলপতি মাহমুদউল্লাহ এবং মেহরাব হোসেন জুনিয়র।

নিজেদের প্রথম ইনিংসে ২৭১ রানেই অলআউট হয় মাহমুদউল্লাহর দল। সে ইনিংসে মার্শাল খেলেন ১০৭ রানের ইনিংস। আসিফ আহমেদ ৪৭ রান করে বিদায় নেন। আর শরীফুল্লাহ অপরাজিত থাকেন ৬৬ রান করে। খুলনার হয়ে ৬টি উইকেট তুলে নেন মিরাজ। আর তিনটি উইকেট পান মুস্তাফিজ। আল আমিন একটি উইকেট পেলেও শূন্যহাতে থাকতে হয় আব্দুর রাজ্জাককে।

ফলোঅনে পড়া ঢাকা মেট্রো নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৪৮ রান তোলে। ৫ উইকেট হারানো মেট্রো ৮৩ ওভার ব্যাট করে ড্র নিশ্চিত করে।

গত ইনিংসে ৩ রান করা মাহমুদউল্লাহ দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়ে করেন ১৪ রান। মার্শাল ১১৫ রান করে অপরাজিত থাকেন। তার ২১৬ বলের ইনিংসে ছিল ১১টি চার আর একটি ছয়। আসিফ আহমেদ খেলেন ৭০ রানের ইনিংস। মেহরাব হোসেন জুনিয়র ১৯ রানে অপরাজিত থাকেন।

খুলনার হয়ে দ্বিতীয় ইনিংসে মুস্তাফিজ, আল আমিন এবং রাজ্জাক একটি করে উইকেট নেন। মিরাজ নেন বাকি দুটি উইকেট।

দ্বিতীয় রাউন্ড শেষে খুলনার পয়েন্ট গিয়ে দাঁড়ালো ২০ আর ঢাকা মেট্রোর পয়েন্ট ১০। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন মার্শাল আইয়ুব।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ০৬ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।