ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মেয়াদ বাড়লো কোচ, নির্বাচক ও প্যানেল আম্পায়ারদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
মেয়াদ বাড়লো কোচ, নির্বাচক ও প্যানেল আম্পায়ারদের ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বুধবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১২তম বোর্ড সভা। দীর্ঘ ৬ মাস পর অনুষ্ঠিত এ সভায় বেশ কিছু প্রস্তাবিত বিষয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুরুষ দল ও নারী দলের কোচিং স্টাফসহ গেম ডেভলপমেন্টের অধীনে থাকা কোচদের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। এছাড়া নির্বাচক ও প্যানেল আম্পায়ায়ারদেরও মেয়াদ বেড়েছে।
 
বোর্ড সভা শেষে বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি জানান, ‘আমরা নির্বাচকসহ গেম ডেভেলপমেন্টের অধীনে থাকা যেসব কোচ আছে সবাইকে এক বছরের জন্য মেয়াদ বাড়িয়ে দিয়েছি। এসব প্রমোশনের মধ্যে প্যানেল আম্পায়ারস, নারী ও পুরুষ দলের কোচদের মেয়াদ বাড়ানো হয়েছে। ’
 
এসব বিষয় ছাড়াও সভায় ২০১৫-১৬ মৌসুমের জন্য তৈরি করা ক্রিকেট ক্যালেন্ডারের অনুমোদন দেওয়া হয়। ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২১ নভেম্বর মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লংগার ভার্সন ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ২০১৬ সালের ৫ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ২০ ফেব্রুয়ারি। আর ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট শুরু হবে ২০১৬ সালের ১১ মার্চ, শেষ হবে ৯ মে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।