ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আবারো শুরু হচ্ছে পেসার হান্ট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
আবারো শুরু হচ্ছে পেসার হান্ট ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় ক্রিকেট দলের স্পন্সর রবি’র সঙ্গে জোট বেধে চলতি বছরেই পেসার হান্ট কার্যক্রম চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।   লম্বা বিরতির পর ফের হতে যাচ্ছে পেসার হান্ট কার্যক্রম।



সর্বশেষ ২০০৭ সালে হয়েছিল এই কার্যক্রম। এর আগে ২০০৪ সালে বিসিবি ও গ্রামীণফোন যৌথভাবে প্রথমবারের মতো আয়োজন করে পেসার হান্ট। এ কার্যক্রম থেকে রুবেল হোসেন, শফিউল ইসলামদের মতো পেসাররা উঠে আসেন জাতীয় দলে।

নতুন করে পেসার হান্ট আয়োজন নিয়ে  বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা আবারও পেসার হান্ট কার্যক্রম শুরু করতে যাচ্ছি। স্পন্সর রবি, ওদের থেকেই প্রস্তাব এসেছে। আমরা ঠিক করেছি রবি’র সাথেই আমরা পেসার হান্টে যাব। আশা করছি, এই বছরই শুরু করতে পারবো। ’

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।