ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আইসিসিতে এফটিপির বক্তব্য তুলে ধরবে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
আইসিসিতে এফটিপির বক্তব্য তুলে ধরবে বিসিবি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ৯ ও ১০ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভা। আইসিসি’র এ সভায় অংশ নেবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আসন্ন সভায় কী কী বিষয়ের উপর গুরুত্ব দেবে বাংলাদেশ সেটি চূড়ান্ত করা হয়েছে বিসিবি’র বোর্ড সভায়।

অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত ও জিম্বাবুয়ের বিপক্ষে নভেম্বরে টেস্ট সিরিজ খেলা নিয়ে দেশ দুটির ক্রিকেট প্রধানের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবেন বিসিবি সভাপতি। আইসিসি সভার দ্বিতীয় দিনে (১০ অক্টোবর) ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) নিয়ে আলোচনা হবে। ওই আলোচনায় বিসিবি প্রধান আগামীতে বাংলাদেশকে বেশী ম্যাচ এফটিপিতে দেওয়া উচিত এ ব্যাপারে যৌক্তিকতা তুলে ধরবেন।

বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় মিরপুরে বিসিবি’র বোর্ড সভা শেষে সাংবাদিকদের জানান, ‘আইসিসি সভায় এফটিপির উপর একটা দিন আছে। আমরা যে বক্তব্য তুলে ধরবো তার একটা প্রেজেন্টেশন তৈরি করা হয়েছে। আমরা সবাইকে বোঝাতে চাইব এ বছর বেশী বেশী উপরের দিকের টিমের সাথে খেলতে পারাতেই আমাদের র‌্যাঙ্কিং ইমপ্রুভ হয়েছে। ভালো করতে হলে বড় বড় টিমের সাথে খেলতে হবে বেশী বেশী। যদিও আগের তুলনায় আমাদের খেলা বেড়েছে কিন্ত আমরা মনে করি উপরের টিমগুলা যে পরিমানে খেলে তার চেয়ে আমাদের অনেক কম। আমরা যদি সুযোগ না-ই পাই খেলার তাহলে ইমপ্রুভ করবো কিভাবে। এ বক্তব্যটাই তুলে ধরেবো। ’

তিনি আরও যোগ করেন, ‘পাশাপাশি আরেকটা জিনিস সবচেয়ে বেশি হাইলাইট করা হবে। সেটা হলো, বাংলাদশে  ক্রিকেটটা কী। এদেশের  দর্শক, রাইটস এবং এখানে ক্রিকেটের ভ্যালু যে বেড়ে গেছে এসব কিছু তুলে ধরা হবে সভায়। ’

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।