ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

চোখ বেঁধেও ৬ বলে পিটারসেনের ৫ ছক্কা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
চোখ বেঁধেও ৬ বলে পিটারসেনের ৫ ছক্কা (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: কেভিন পিটারসেনের ক্রিকেটীয় প্রতিভার কোনো তুলনা হয় না। ক্যারিয়ার জুড়ে নানা প্রতিকূলতার পরও নিজেকে ফিট রেখেছেন ইংলিশ এই ব্যাটসম্যান।

এবার তিনি ক্রিকেট বিশ্বকে দেখালেন ভিন্ন কিছু।

অনুশীলন মাঠে চোখ বাঁধা অবস্থায় একের পর এক ছক্কা হাঁকিয়ে নিজের প্রতিভাকে জানান দিলেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভুত এই ক্রিকেটার। তবে কোনো বোলার অবশ্য ডানহাতি এ ব্যাটসম্যানের বিপক্ষে বল করেননি। বলে এসেছে ‘বোলিং মেশিন’ থেকে।

বোলিং মেশিন থেকে করা ছয়টি বলের পাঁচটিতে বিশাল ছক্কা হাঁকান পিটারসেন। একটি বল তো গিয়ে মাঠের বাইরের বিল্ডিংয়ের কাঁচ ভেঙে দেয়। তবে সবচেয়ে চমৎকার ছিল পিটারসেনের প্রিয় ‘রিভার সুইপ’। ডানহাতি এ ব্যাটসম্যান দারুণ ভাবে বাঁ দিকে ঘুরে ছক্কাটি হাঁকান।

পিটারসেন সর্বশেষ ২০১৪ সালে ইংলিশ দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তবে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়।

** পিটারসেনের চোখ বাঁধা অবস্থায় ছক্কা হাঁকানোর ভিডিও
 
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।