ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির স্টাইলে মজেছেন বিসমাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
কোহলির স্টাইলে মজেছেন বিসমাহ ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতীয় ব্যাটিং লাইনআপের সেরা তারকা বিরাট কোহলি। আর পাকিস্তানের নারী ক্রিকেট দলের ব্যাটিং লাইনআপের সেরা তারকা বিসমাহ মারুফ।

টিম ইন্ডিয়ার তারকার স্টাইলে মজেছেন পাকিস্তানি এ নারী ক্রিকেটার।

সম্পতি বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে দুই ফরমেটের চারটি ম্যাচ খেলেছেন বিসমাহ। আর তাতে তিন ম্যাচেই হয়েছেন ম্যাচসেরা। টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজে দলকে জয় পাইয়ে দিতে সামনে থেকে নেতৃত্বও দেন বিসমাহ।

ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কোহলির জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার কোন জায়গা নেই। ক্রিকেট বিশ্বে তার অসংখ্য ভক্ত ছড়িয়ে রয়েছে। পাকিস্তান মহিলা ক্রিকেট দলেও যে তার ভক্ত রয়েছে তা হয়তো জানা ছিল না খোদ কোহলিরও।

কোহলির ব্যাটিংয়ের অন্ধ ভক্ত পাকিস্তান নারী দলের বাঁহাতি ব্যাটসম্যান বিসমাহ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, আমার ব্যাটিং স্টাইল স্বাভাবিক। কিন্তু, আমি ডানহাতি ব্যাটসম্যানদের স্টাইল দেখে নিজেকে অনুপ্রাণিত করি। কোহলির ব্যাটিং টেকনিক সত্যিই দেখার মতো। তার স্টাইল আমার দারুণ পছন্দ।

এ সময় ২৪ বছর বয়সী বিসমাহ আরও যোগ করে বলেন, আমি সুরেশ রায়না এবং মাইকেল ক্লার্কের ব্যাটিং উপভোগ করি। তাদের দু’জনের ব্যাটিং আমাকে ভালো ব্যাটিংয়ের জন্য উৎসাহিত করে। আমার শট সিলেকশনে তাদের স্টাইল কাজে লাগে। এ তিনজনের ব্যাটিং দেখে আমি অনেক কিছু শিখেছি, তাদের স্টাইল ফলো করে আমার ইনিংস গুলো দীর্ঘ করতে পারি।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে বিসমাহ ব্যাট হাতে ৫৭ বলে করেন অপরাজিত ৬৫ রান। দলকে জয় পাইয়ে দিতে বল হাতে ৩ ওভার হাত ঘুরিয়ে ১৪ রান খরচায় নিয়েছিলেন একটি উইকেট, হয়েছেন ম্যাচসেরা। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ৩৮ বলে করেন ৪৪ রান আর বল হাতে কোনো উইকেট না পেলেও মাত্র ৮ রান খরচ করেন। শেষ টি-টোয়েন্টিতেও ম্যাচসেরার পাশাপাশি হয়েছেন সিরিজ সেরা।

দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বিসমাহ ১২৮ বল মোকাবেলা করে ৯২ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন। ইনিংস সর্বোচ্চ রানের মালিক পাকিস্তানি এ নারী তারকা ক্রিকেটার বল হাতে ৩ ওভার বল করে ১০ রানের বিনিময়ে নেন একটি উইকেট। পরপর তিন ম্যাচে সেরার পুরস্কার পেলেও দ্বিতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে এ পুরস্কারটি হাতে উঠেনি বিসমাহর। ৩ ওভার বল করে ৮ রান দিয়ে উইকেট শূন্য থাকা বিসমাহ ব্যাট হাতে করেন ৪১ রান।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ০৮ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।