ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

অসুস্থ হয়ে হাসপাতালে মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
অসুস্থ হয়ে হাসপাতালে মাশরাফি ছবি: সংগৃহীত

ঢাকা: অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার গভীর রাতে জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো ‍হাসপাতালে ভর্তি হন দেশসেরা এ পেসার।



অবশ্য, তাৎক্ষণিকভাবে বিষয়টি জানাজানি হয়নি। শুক্রবার (০৯ অক্টোবর) সাংবাদিকদের কাছে এটি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তবে মাশরাফি ডেঙ্গু জ্বরে আক্রান্ত কিনা তা এখনো নিশ্চিত নয়। তার কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্টের ওপরই সব কিছু নির্ভর করছে।

এদিকে, শনিবার (১০ অক্টোবর) ১৭তম জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে খুলনা বিভাগের হয়ে মাশরাফির খেলার কথা ছিল। কিন্তু, অসুস্থতাজনিত কারণে আপাতত তাঁর মাঠে নামা হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।