ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শিগগিরই মাঠে ফিরবেন মাশরাফি

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
শিগগিরই মাঠে ফিরবেন মাশরাফি মাশরাফি বিন মুর্তজা / ছবি: সংগৃহীত

ঢাকা: জ্বরের প্রাথমিক উপসর্গ দেখে ডেঙ্গু মনে হলেও রক্তের রিপোর্ট হাতে পাওয়ার আগে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি নিশ্চয়তা দিতে পারেননি। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে তিনি মাশরাফি বিন মুর্তজাকে দেখতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে আসেন।

পরে রক্তের রিপোর্ট পর্যবেক্ষণ শেষে তিনি নিজেই নিশ্চিত করেন যে, মাশরাফি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।  

হাসপাতালে তাঁর পিরিয়ডিক রক্ত পরীক্ষা চলছে। বৃহস্পতিবার গভীর রাতে ভর্তির পর থেকে দুপুর পর্যন্ত সকল রিপোর্ট পর্যবেক্ষণ শেষে দেবাশীষ চৌধুরি জানান, ‘এখন পর্যন্ত তাঁর অবস্থা স্বাভাবিক রয়েছে। আগামী কয়েকদিন শারীরিক কন্ডিশন অপরিবর্তিত থাকলে ৫ থেকে ৭ দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে এর মধ্যে তাঁর সকল পরীক্ষা নিরীক্ষা চলবে।

এর আগে, গেল বৃহস্পতিবার (৮ অক্টোবর), সকাল থেকেই শরীরে জ্বর অনুভব করছিলেন টাইগার ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দিনের শেষ ভাগে জ্বর বাড়তে থাকায় রাতে প্রাথমিক চিকিৎসা নিলেও পরে অবস্থার অবনতি হলে রাত ৩টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন মাশরাফি।

এদিকে, শনিবার (১০ অক্টোবর) ১৭তম জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে। প্রথম ও দ্বিতীয় রাউন্ডে না খেললেও তৃতীয় রাউন্ডে খুলনা বিভাগের হয়ে মাশরাফির খেলার কথা ছিল। কিন্তু, অসুস্থতাজনিত কারণে আপাতত তার মাঠে নামা হচ্ছে না।

** অসুস্থ হয়ে হাসপাতালে মাশরাফি

বাংলাদেশ সময় ১৪৪১ ঘন্টা, ৯ অক্টোবর, ২০১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।