ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আমির!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
বিপিএলে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আমির! ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফের ক্রিকেট মাঠে ফিরেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। ঘরোয়া লিগে খেলা এ তারকার লক্ষ্য পাকিস্তান জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন।

নতুন করে আবারো শুরু করতে যাওয়া আমির খেলতে পারবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।

ক্রিকেট ইতিহাসে রেকর্ড ১৪ টেস্টে ৫১ উইকেট নেওয়া আমির বর্তমানে জাতীয় দলে ফিরতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। ঘরোয়া লিগের পাশাপাশি বিপিএলের তৃতীয় আসরে খেলতে আগ্রহী তিনি।

আসন্ন বিপিএল আসরের জন্য ৫১ পাকিস্তানি ক্রিকেটারের তালিকা তৈরি করা হয়েছে। সেখান থেকে ৩৫ জনকে বেছে নিয়ে তালিকা ছোট করা হয়। আর সে তালিকায় নাম রয়েছে আমিরের। বিপিএল টেকনিক্যাল কমিটির সদস্য খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, বিপিএলে পাকিস্তানের যে ক্রিকেটাররা খেলতে আগ্রহ প্রকাশ করেছে, তাদের মধ্যে একজন আমির। স্বাভাবিক ভাবেই আমরা তাকে তালিকাতে রেখেছি। সে ঘরোয়া ক্রিকেটে ফিরেছে। তাই বিপিএলে খেলার জন্য আমিরের কোনো নিষেধাজ্ঞা নেই।

২০১০ সালে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানো আমির নিষেধাজ্ঞা কাটিয়ে সেপ্টেম্বরে ক্রিকেটে ফিরে আসেন। পাকিস্তানের কায়েদ-ই-আজম ট্রফিতে অংশ নিয়ে তিনটি চারদিনের ম্যাচে অংশ নেন তিনি। আর তাতেই ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে তুলে নেন ২৭টি উইকেট।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।