ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

‘বুড়ো’ হেরাথের অবসর ভাবনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
‘বুড়ো’ হেরাথের অবসর ভাবনা ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কান গ্রেট স্পিনার মুত্তিয়া মুরালিধরনের অবসরের পর দলের স্পিন শক্তিকে প্রায় একাই বহন করেছেন রঙ্গনা হেরাথ। এবার তিনিও অবসরে চলে যেতে চাইছেন।



ভারতে অনুষ্ঠিত ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর ক্রিকেট ক্যারিয়ারকে টানবেন না বলে জানিয়েছেন ৩৮ বছরে পা দিতে চলা হেরাথ।

১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হয় হেরাথের। গত বিশ্বকাপের আসরে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি। এরপর সীমিত ওভারের ম্যাচে আর মাঠে নামেননি হেরাথ।

৬৩টি টেস্টে ২৭৮ উইকেট নেওয়া হেরাথ জানান, আমার যে বয়স তাতে ১০-১৫ বছর আগের মতো পারফর্ম করা সম্ভব নয়। আমাকে ইনজুরির সঙ্গে লড়তে হয়েছে অনেকবার। নিজের ফিটনেস নিয়ে আমি কোনো নিশ্চয়তা দিতে পারিনা। সীমিত ওভারের ম্যাচগুলো থেকে নিজেকে কিছুটা হলেও গুটিয়ে নিয়েছি। চেষ্টা করি টেস্ট ম্যাচে খেলার আর যতটা সম্ভব সেরাটা বিলিয়ে দেওয়ার।

কবে তার ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন এমন প্রশ্নে হেরাথ বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেটকে বিদায় জানাবো। সব সময় আমি দলকে শতভাগ দেওয়ার চেষ্টা করে আসছি। ২০১৬’র মেগা ইভেন্টের সময় আমার বয়স বেড়ে যাবে। এরপর হয়তো নিজের শতভাগ দেওয়া সম্ভব হবেনা। দলের বোঝা না হয়ে আমি অবসর নিতে চাই।

২০১১ সালে হেরাথ দুই হাঁটুতে অস্ত্রোপচার করান। এ প্রসঙ্গে তিনি যোগ করেন, প্রায় চার বছর হয়ে গেলেও আমি এখনও হাঁটুতে তীব্র ব্যাথা অনুভব করি। বোলিংয়ের সময়ই ব্যাথাটা বেড়ে যায়। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর ক্রিকেট ক্যারিয়ারকে টানতে চাই না।

লঙ্কান দুই গ্রেট ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনের পর হেরাথ ছিলেন দলের অভিজ্ঞ একজন ক্রিকেটার। মাঠে শ্রীলঙ্কার দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুজকে প্রায়ই পরামর্শ দিয়ে থাকেন তিনি। তবে, সাদা পোশাকে ২২ বার ইনিংসে ৫ উইকেট নেওয়া হেরাথ মনে করেন তার অবসরের পর ম্যাথুজকে পরামর্শ দেওয়ার মতো আরও ক্রিকেটার তৈরি হবে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ১০ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।