ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্ট নিয়ে সাব্বিরের ভাবণা

‘দেরিতে ঢুকলেও যেন সার্ভাইভ করতে পারি’

স্পোর্টস করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
‘দেরিতে ঢুকলেও যেন সার্ভাইভ করতে পারি’ ছবি: সংগৃহীত

ঢাকা: এক বছর হতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁ রাখা। এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি’তে নিজেকে প্রমাণ করেছেন সাব্বির রহমান।

বাকি কেবল টেস্ট ফরম্যাট। ক্রিকেটের এই অভিজাত ফরম্যাটেও এবার চোখ রাখছেন ২৩ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার।

ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে লেগস্পিনেও কম যান না এই ডানহাতি। আর সাম্প্রতিক ফর্ম বিবেচেনায় সে স্বপ্ন দেখাটাও স্বাভাবিক। ‘এ’ দলের হয়ে ভারত সফরে তিনদিনের ম্যাচে অপরাজিত সেঞ্চুরিতে (১২২) আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন সাব্বির। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শিখর ধাওয়ানের ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে  অপরাজিত ১২২ রানের অসাধারণ এক ইনিংস খেলেন সাব্বির। লংগার ভার্সনে নিজেকে প্রমাণের আরও একটি সুযোগ সাব্বিরের সামনে। চলতি মাসেই ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন তিনি। সেখানে বেশ কয়েকটি তিনদিনের ম্যাচের পাশাপাশি চারদিনের ম্যাচও খেলবে ‘এ’ দল।

আসন্ন সফরে ভালো পারফরম্যান্স করতে দৃঢ়প্রতিজ্ঞ সাব্বির নির্বাচকদের উপরই ছেড়ে দিতে চান সবকিছু, ‘আমি মনে করি, এই সফরটা টেস্ট টিমে ঢোকার জন্য অনেক বড় একটা সুযোগ। ভারতে গিয়ে তিনদিনের ম্যাচ খেলেছি। আফ্রিকায় খেলবো, জিম্বাবুয়েতে খেলবো জাতীয় লিগে খেলেছি। হোপফুলি যে কয়টা ম্যাচ পাব ইনশাআল্লাহ ভালো পারফরম্যান্স করার চেষ্টা করবো। বাকিটা নির্বাচকরদের ব্যাপার। আমি চেষ্টা করবো ভালো খেলার। ’
 
তবে এখনই দলে ঢুকতে হবে এমন তাড়া নেই সাব্বিরের। দ্রুত ঢুকে দ্রুতই বাদ পড়তে চান না এই টাইগার ক্রিকেটার, ‘এখনই টেস্ট খেলতে হবে-এমন তাড়না নেই। দেরিতে ঢুকলেও যেন সার্ভাইভ করতে পারি। লং ইনিংস খেলতে পারি, লং টাইম খেলতে পারি। তাড়াতাড়ি ঢুকে তাড়াতাড়ি বাদ পড়ার কোনো মানসিকতা নেই। দেরিতে ঢুকি বেশীক্ষণ খেলি। ’

টেস্ট খেলার তাড়াহুড়ো না থাকলেও বসে নেই সাব্বির। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে কিভাবে ব্যাট করবেন সে ছকও আঁকছেন এই তারকা ক্রিকেটার, ‘আমি ওয়ানডে খেলেছি, টি-টোয়েন্টি খেলেছি, চেষ্টা করছি টেস্ট ফরম্যাটে ঢোকার জন্য। দৃঢ়ভাবেই চেষ্টা করছি, নিজেকে মানসিকভাবে শক্ত করার চেষ্টা করছি। কিভাবে টেস্ট ম্যাচ খেলবো বা বড় বড় খেলোয়াড়রা কিভাবে খেলে, শুরুটা কিভাবে করে তা অনুসরণ করছি। চেষ্টা করবো ১০ থেকে ২০টা বল সার্ভাইভ করে খেলতে তারপর আস্তে আস্তে নিজের স্বাভাবিক খেলাটা খেলবো। ’
 
দক্ষিণ আফ্রিকার কন্ডিশন নিয়েও ভাবনা নেই তার। ২০১২ সালে একাডেমি দলের হয়ে একবার সফর করেছিলেন সেখানে। তাই আরও বেশী আত্মবিশ্বাসী সাব্বির, ‘২০১২ সালে একবার আফ্রিকা ট্যুর করেছিলাম একাডেমি দলের হয়ে। সেখানে আমার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ওখানকার উইকেট কেমন হবে ধারণা আমার আছে। আমার সমস্যা হওয়ার কথা না। ’

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।