ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

খুলনা বনাম রংপুর

প্রথম দিনেই ১২ উইকেটের পতন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
প্রথম দিনেই ১২ উইকেটের পতন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রথম দিনেই দু’দলের ১২ উইকেটের পতন। তাই এ ম্যাচটি ড্র না হয়ে ফলাফলের দিকে যাবে এমনটি ভাবা যায়।

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় পর্বের খেলায় খুলনা বিভাগের ২১১ রানের পর ২৩ রানে দুই উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করেছে রংপুর বিভাগ।

শেখ আবু নাসের স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে ব্যাট করতে নামে স্বাগতিক খুলনা। তবে রংপুর বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে খুলনা দল।

দলের প্রথম সাত ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছালেও, ইনিংস কেউ লম্বা করতে পারনে নি। ব্যক্তিগত সর্বোচ্চ ৬৩ রান করেন বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি ৯১ বলে ছয়টি চার দুই ছয়ে তার ইনিংসটি সাজান। রংপুর বোলারদের মধ্যে সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন সানজিত শাহ। এছাড়া তিনটি উইকেট নিয়েছেন সোহরাওয়ার্দী শুভ।

খুলনার করা স্বল্প ইনিংসের বিপরীতে নিজেদের শুরুটাও ভালো করতে পারেনি রংপুর। দলীয় ১০ ও ১৬ রানে দুটি উইকেট হারায় নাসির হোসেনরা। দুই ওপেনার তারিক আহমেদ ও সায়মন আহমেদ খুব দ্রুতই সাঁজঘরে ফেরেন। অন্য দুই অপরাজিত ব্যাটসম্যান শুভ ও নাইম ইসলাম আগামীকাল আবারও ব্যাটিংয়ে নামবেন। খুলনার হয়ে অধিনায়ক রাজ্জাক ও মিরাজ একটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।