ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

রোববার শুরু ‘এ’ দলের অনুশীলন ক্যাম্প

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
রোববার শুরু ‘এ’ দলের অনুশীলন ক্যাম্প ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দলের অনুশীলন ক্যাম্প আগামীকাল (রোববার, ১১ অক্টোবর) মিরপুরে শুরু হচ্ছে। এদিন সকাল সাড়ে ৮টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করবেন দলে থাকা ক্রিকেটাররা।



গতকাল (১০ অক্টোবর) শুভাগত হোমকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল ‘এ’ দলের মূল কোচ হিসেবে থাকবেন । তবে ম্যানেজার হিসেবে দলের সঙ্গে কে যাবেন, তা এখনো চূড়ান্ত করেনি বিসিবি।

আগামী ১৪ অক্টোবর বাংলাদেশ ‘এ’ দল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। সফরে দক্ষিণ আফ্রিকায় তিনটি ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচ খেলবে শুভাগত-সৌম্যরা। পরে জিম্বাবুয়ে গিয়ে তাদের ‘এ’ দলের বিপক্ষে আরও  তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে ‘এ’ দল।

১৫ অক্টোবর দক্ষিণ আফ্রিকা পৌঁছে তিনদিন অনুশীলনের পর ১৯ অক্টোবর আইরেনে ভিলেজার্স ক্লাবের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবে শুভাগত-সৌম্যরা।

এরপর ২১ থেকে ২৩ অক্টোবর একটি তিনদিনের ম্যাচ খেলার পর ২৭ ও ২৯ তারিখে শেষ দুটি একদিনের ম্যাচ খেলবে সফরকারীরা। প্রথম তিন ম্যাচে বাংলাদেশ ‘এ’র প্রতিপক্ষ আইরিন ভিলেজার্স ক্লাব, শেষ ম্যাচের প্রতিপক্ষ গুটেং স্ট্রাইকার্স।

দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে ৩০ অক্টোবর জিম্বাবুয়ে যাবে ‘এ’ দল। বুলাওয়েতে জিম্বাবুয়ে ‘এ’ দলের সঙ্গে তিনটি একদিনের ও দুটি চারদিনের ম্যাচ খেলে ১৯ নভেম্বর দেশে ফিরবে দলটি।

বাংলাদেশ ‘এ’ দল:  শুভাগত হোম চৌধুরী (অধিনায়ক), সৌম্য সরকার (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, রনি তালুকদার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান, মো. মিঠুন, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শহীদ, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, সাকলাইন সজীব, জুবায়ের হোসেন ও তাইজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ১০ অক্টোবর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।