ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মোদিকে দাওয়াত করলেন হরভজন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
মোদিকে দাওয়াত করলেন হরভজন ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি মাসের ২৯ তারিখে সাত পাকে বাঁধা পড়বেন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং ও অভিনেত্রী গীতা বাসরা। টিম ইন্ডিয়ার এ অফস্পিনার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের বিয়ের নিমন্ত্রণ জানিয়েছেন।



প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে হরভজন বিয়ের কার্ড দিয়ে এসেছেন। এ সময় মোদির সঙ্গে হাত মিলিয়ে ছবিও তুলেছেন তিনি।

হরভজনের হবু স্ত্রী অভিনেত্রী হওয়ায় তার ভক্তদের আশা বিয়ের অনুষ্ঠানে ক্রিকেটার ও বলিউড তারকাদের মিলনমেলা ঘটতে চলেছে। আর সেখানে প্রধানমন্ত্রী এলে সেটি হবে বাড়তি পাওনা।

ভারতীয় সংবাদমাধ্যমে জানা যায়, হরভজন তার বিয়ের কার্ডটি অনেকটা পাঞ্জাবী স্টাইলে বানিয়েছেন। একটি বিশেষ বাক্সবন্দী করা সে কার্ডের সঙ্গে রয়েছে হবু দম্পতির পক্ষ থেকে লেখা একটি আমন্ত্রণপত্র।



বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।