ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ভিডিওতে সাকিবের বোলিং টিপস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
ভিডিওতে সাকিবের বোলিং টিপস

ঢাকা: ‘দেখা হলে অনেকেই জিজ্ঞেস করেন, ভাইয়া, আমি বল করি কিন্তু বল ঘোরে না। বল ঘোরাতে হবে।

আর কেন ঘোরে না? সেটাও বের করতে হবে এবং সেটা শিখে নিতে হবে। ’

নতুনদের বোলিং টিপস বিষয়ে এভাবেই বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে আরেকবার এগিয়ে এসেছেন সাকিব। এর আগে তিনি দেশের খুদে ক্রিকেটারদের ব্যাটিং টিপস দিলেও এবার দিয়েছেন বোলিং টিপস।

স্পিনারদের বল ধরার বেসিক নিয়মের পাশাপাশি সাকিব দেখিয়েছেন কী করে একজন পেস বোলার বল ধরবেন সেটাও।
আর তা ভিডিও করে সেই বার্তা দেশের উঠতি ক্রিকেটারদের মাঝে পৌঁছে দিতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করেছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।

ভিডিওতে সাকিব বলেন, ‘টিপসের ব্যাপারে আমার কাছে মনে হয় যেটা গুরুত্বপূর্ণ তা হলো, বল সম্পর্কে আইডিয়া থাকা। বলের বিভিন্ন দিক সম্পর্কে জানা, যদি ফিঙ্গার স্পিনার হয়, তাদের বল ধরার গ্রিপটা খুব গুরুত্বপূর্ণ। ’

স্পিনাররা কীভাবে বল ধরবেন, হাতের আঙ্গুল কোথায় রাখবেন, কীভাবে রাখবেন তাও ভিডিওতে দেখিয়ে দিয়েছেন সাকিব। এমনকি কীভাবে বল ঘোরাতে হয় তাও দেখিয়ে দিয়েছেন তিনি।

ভিডিওতে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘সাধারণত সবাই কোনো না কোনো একাডেমিতে কিংবা অন্য কোথাও অনুশীলন করেন। সেখানে কোচরা যা শেখান তা সব সময় ঠিক হবে, এমন কোনো কথা নেই।  কোনটা গুরুত্বপূর্ণ সে জিনিসগুলোই তুমি শিখবে। ’

** সাকিবের বোলিং টিপসের ভিডিও দেখতে ক্লিক করুন 

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।