ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

নিলামে থাকবেন না ছয় আইকন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
নিলামে থাকবেন না ছয় আইকন

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসরের জন্য আগেই ঠিক করা হয়েছে ছয়টি ফ্রাঞ্চাইজি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই ঘোষণা দিয়ে রেখেছিল, প্লেয়ার বাই চয়েসের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম।



বিসিবি সূত্র থেকে জানা যায়, ছয়টি ফ্রাঞ্চাইজির জন্য দেশসেরা ছয় ক্রিকেটারকে (আইকন) নির্ধারণ করা হয়েছে। তবে, আনুষ্ঠানিকভাবে ওই ছয় ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে কিছু দিনের মধ্যেই।

নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায়, বিসিবি মনোনীত ছয় ক্রিকেটার হলেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাসির হোসেন।

আইকন ক্রিকেটাররা কে, কোন ফ্রাঞ্চাইজিতে যাবেন তা এখন নির্ধারিত হয়নি।

তবে, সূত্রটির মতে ঢাকা ডিনামাইটসের হয়ে খেলতে পারেন সাকিব। মুশফিককে নিয়েও তাদের আগ্রহ রয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নাম লেখাতে পারেন মাশরাফি। চট্টগ্রাম ফ্রাঞ্চাইজির হয়ে খেলতে পারেন তামিম ইকবাল, নাসির হোসেনকে নিতে পারে রংপুর আর মাহমুদুল্লাহ যেতে পারেন বরিশালে।

এদিকে, বিপিএল তৃতীয় আসরের ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ না হলেও জানা যায় এরই মধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিল একটি খসড়া তালিকা করেছে।

যেখানে পাকিস্তানের ৫২, ইংল্যান্ডের ৪১, ওয়েস্ট ইন্ডিজের ৩৬, শ্রীলঙ্কার ২৫,  জিম্বাবুয়ের ৫, অস্ট্রেলিয়ার ৪, দক্ষিণ আফ্রিকার ৪, নিউজিল্যান্ডের ২ ও অন্যান্য ১৩ বিদেশি ক্রিকেটার স্থান পেয়েছেন খসড়া তালিকায়।

আরও জানা যায়, আইকন ক্রিকেটাররা ছাড়া এ তালিকায় দেশি ক্রিকেটার রয়েছেন ১২০ জনের মতো। নিলামের ঝামেলা ছাড়াই ছয় আইকন যাবেন ফ্রাঞ্চাইজিতে।

বিপিএলের তৃতীয় আসর আগামী ২৪ নভেম্বর শুরু হওয়ার কথা থাকলেও দু’দিন এগিয়ে এনে ২২ নভেম্বর শুরু হতে পারে। উদ্বোধনী অনুষ্ঠান ২০ নভেম্বর ও উদ্বোধনী ম্যাচ ২২ নভেম্বর হতে পারে।
 
বিপিএল এর তৃতীয় আসরের ছয় ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান হচ্ছে:

মিডিয়াকম (বেক্সিমকো গ্রুপ), দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল), এক্সিওম টেকনোলজি, আই স্পোর্টস (ফ্লোরা টেলিকম), রয়্যাল স্পোর্টিং লিমিটেড এবং আলিফ গ্রুপ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।