ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের সাহায্য করতে চান ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
ইংলিশদের সাহায্য করতে চান ওয়ার্ন ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের স্পিন বোলারদের সাহায্যে এগিয়ে আসতে চান শেন ওয়ার্ন। বিশেষ করে দলের বর্তমান লেগ স্পিনার আদিল রশিদকে আরো ভালো ভাবে শেখাতে চান সাবেক এ অস্ট্রেলিয়ান গ্রেট।



মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আর এই টেস্টের মধ্যদিয়ে অভিষেক হতে যাচ্ছে ইয়র্কশায়ারের স্পিনার রশিদের। সর্বশেষ পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনটি উইকেট পেয়েছিলেন ডানহাতি এ বোলার।

ইংলিশ দলে বর্তমানে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন সাবেক শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। আর লঙ্কান এ গ্রেটের সঙ্গে থ্রী লায়ন্সের দলে যোগ হতে চান টেস্ট ক্রিকেটে ৭০৮ উইকেট পাওয়া ওয়ার্ন।

ওয়ার্ন বলেন, ‘আমি আদিল রশিদের সঙ্গে কাজ করতে চাই। তবে যদি তারা আমাকে শতভাগ সুযোগ দেয়। এর আগেও আমি অনেক স্পিনারদের সাহায্য করেছি। ’

তিনি আরো বলেন, ‘রশিদ ইংল্যান্ড দলের যোগ্য একজন স্পিনার। তার দলে আরো আগে সুযোগ পাওয়ার দরকার ছিল। ’

ওয়ার্ন বর্তমানে তিন ম্যাচের অলস্টার টি-টোয়েন্টি সিরিজের জন্য আমেরিকায় প্রস্তুতি নিচ্ছেন। আগামী মাসে অনুষ্ঠিত এ সিরিজে ওয়ার্নের সঙ্গে কাজ করছেন ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।