ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিম-তাসামুলের শতকে চট্টগ্রামের বড় সংগ্রহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
তামিম-তাসামুলের শতকে চট্টগ্রামের বড় সংগ্রহ ছবি: সংগৃহীত

ঢাকা: বড় সংগ্রহের ইঙ্গিত ম্যাচের প্রথম দিনই দিয়ে রেখেছিল চট্টগ্রাম। তামিম ইকবালের সেঞ্চুরির পর তাসামুল হকের সেঞ্চুরিতে সেটা আরও সহজ হয়েছে।

এই দুই ব্যাটসম্যানের শতকে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে বরিশাল বিভাগের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৪৪৪ রান তুলেছে চট্টগ্রাম বিভাগ।
 
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টি-বিঘ্নিত প্রথম দিন শেষে দুই উইকেটে ২০৬ রান তোলে চট্টগ্রাম। রোববার (১১ অক্টোবর) দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন আগের দিন ৯০ রানে অপরাজিত থাকা তামিম ইকবাল। প্রথম শ্রেনির ক্রিকেটে এটি তামিমের ত্রয়োদশ সেঞ্চুরি।

শেষ অবধি তামিম ব্যক্তিগত ১৩৭ রানে আউট হন। তার ২২৯ বলের ইনিংসে ছিল ১৭টি চার ও ৩টি ছক্কার মার। তাসামুল হক ফেরেন ১০৭ রান করে। তৃতীয় উইকেটে তামিম-তাসামুল জুটি যোগ করেন ১৫৪ রান। অধিনায়ক ইরফান শুকুর করেন ৪৭ রান।
 
বরিশালের হয়ে সোহাগ গাজী তিনটি ও আল আমিন (জুনিয়র) দুটি উইকেট নেন। একটি করে উইকেট লাভ করেন গোলাম কবির ও সালেহ আহমেদ।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।