ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

লিড নিয়েও বিপাকে ঢাকা বিভাগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
লিড নিয়েও বিপাকে ঢাকা বিভাগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ঢাকা মেট্টোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪০ রানের লিড নিয়েছে ঢাকা বিভাগ। তবে এরই মধ্যে দলটিকে চারটি মূল্যবান উইকেট হারাতে হয়েছে।

জাতীয় লিগের তৃতীয় পর্বের খেলার তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৬৫ রান করেছে মোহাম্মদ শরীফের নেতৃত্বে ঢাকা বিভাগ। হাতে রয়েছে আরো ছয় উইকেট।

ঢাকা বিভাগ-৩২৭ ও ৬৫/৪ (৩২.০ ওভার)
ঢাকা মেট্টো-৩৫২

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা বিভাগ। দলীয় ৬৫ রানের ইনিংসে সর্বোচ্চ ২১ রান করে অপরাজিত আছেন প্রথম ইনিংসে ৯৯ রান করা রকিবুল হাসান। মেট্টোর শহিদুল ইসলাম দুটি উইকেট লাভ করেন। আগামীকাল ছয় রানে অপরাজিত থেকে রকিবুলের সঙ্গে আবারো ব্যাটিংয়ে নামবেন নাদিফ চৌধুরী।

এর আগে ঢাকা মেট্টো নিজেদের প্রথম ইনিংসে শামশুর রহমানের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৫২ রান করে। যা মাহমুদুল্লার নেতৃত্বের দলটিকে ঢাকা বিভাগ থেকে ২৫ রানে এগিয়ে রাখে। দলের হয়ে ৫২ করেন শরিফুল্লাহ। ঢাকা বিভাগের হয়ে মোশারফ হোসেন রুবেল পাঁচটি উইকেট লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ১২ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।