ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ড্রয়ের দিকে যাচ্ছে সিলেট-রাজশাহী ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
ড্রয়ের দিকে যাচ্ছে সিলেট-রাজশাহী ম্যাচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: কোন অঘটন না ঘটলে ড্রয়ই হতে চলছে সিলেট বিভাগ ও রাজশাহী বিভাগের চারদিনের ম্যাচটি। জাতীয় লিগের তৃতীয় পর্বের খেলার তৃতীয় দিন শেষে কোন উইকেট না হারিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪ রান করেছে সিলেট।

তবে এখনও তারা ৩৮ রানে পিছিয়ে রয়েছে।

সিলেট বিভাগ-৩২৮ ও ১৪/০ (৮.০ ওভার)
রাজশাহী বিভাগ-৩৮০

বগুরার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেটের দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ১২ ও শানজা আহমেদ দুই রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

এর আগে রাজশাহীর প্রথম ইনিংস ৩৮০ রানে শেষ হয়। দলের হয়ে সর্বোচ্চর ১৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ফরহাদ হোসেন। এছাড়া ৬২ রান আসে ওপেনার নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। সিলেট বোলারদের মধ্যে পাঁচটি উইকেট নেন রাহাতুল ফেরদাউস।

সিলেট নিজেদের প্রথম ইনিংসে ইমতিয়াজের ১৫৪ রানের সুবাদে ৩২৮ রান করেছিল।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ১২ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।