ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিম-নাফিসদের ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
তামিম-নাফিসদের ম্যাচ ড্র ছবি : সংগৃহীত

ঢাকা: ১৭তম জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে ড্র করেছে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চারদিনের ম্যাচটি শেষ দিনে গিয়ে ড্র হয়।



স্বাগতিক দল চট্টগ্রাম নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৪৬৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ব্যাটিংয়ে নেমে বরিশাল অলআউট হওয়ার আগে করে ৩৪৬ রান। ১২১ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা বিনা উইকেটে ৫২ রান সংগ্রহ করলে দুই অধিনায়ক ড্র মেনে নেন।

প্রথম ইনিংসে দারুণ ইনিংস খেলেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। চট্টগ্রামের হয়ে ওপেন করতে নামা এ বাঁহাতির ব্যাট থেকে আসে ১৩৭ রান। এছাড়া তাসামুল হক ১০৭ রান করেন। ওপেনার নাফিস ইকবাল ৫৬ রানের ইনিংস খেলেন। মুমিনুল হকের ব্যাট থেকে আসে ১৬ রান। দলপতি ও উইকেটরক্ষক ইরফান শুক্কুর ৪৭ রান করে বিদায় নেন।

বরিশালের হয়ে সোহাগ গাজী তিনটি আর আল আমিন দুটি উইকেট তুলে নেন।

ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে বরিশাল সবক’টি উইকেট হারিয়ে তোলে ৩৪৬ রান। অতিথি দলটির হয়ে আল আমিন সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন। এছাড়া শাহরিয়ার নাফিস ৪৪, শাহিন হোসেন ৩৮, দলপতি ফজলে মাহমুদ ৩৪, সালমান হোসাইন ৫১ রান করেন।

দ্বিতীয় ইনিংসে ১২১ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামেন তামিম-নাফিস। উদ্বোধনী জুটিতে ৫২ রান তুলে তারা অবিচ্ছিন্ন থাকেন। তামিম ২৪ আর নাফিস ২৩ রানে অপরাজিত থাকেন।

ফলাফল আসার কোনো সম্ভাবনা না থাকায় ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ১৩ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।