ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

লিটনের ভাবনায় লম্বা ইনিংস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
লিটনের ভাবনায় লম্বা ইনিংস ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশের প্রতিভাবান ক্রিকেটারদের একজন লিটন কুমার দাস। টেস্ট, ওয়ানেড, টি-টোয়েন্টি সব ফরম্যাটেই নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।

প্রতিভার ঝলক এরই মধ্যে কিছুটা দেখিয়েছেনও তিনি।

জাতীয় দল কিংবা ‘এ’ দলের হয়ে এখনো খেলা হয়নি বড় কোনো ইনিংস। সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরে তিনদিনের ম্যাচে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও পারেননি এ ডানহাতি ব্যাটসম্যান। দুই ম্যাচে চার ইনিংসের তিনটিতে আউট হয়েছেন ৩৮, ৫০ ও ৩৮ রানে। দেশে ফিরে জাতীয় লিগের এক ম্যাচে আউট হয়েছেন ৫১ রান করে। অনেকদিন ধরেই লম্বা কোনো ইনিংস খেলা হচ্ছে না লিটনের। এ নিয়ে আফসোস আছে তার।

এবার ‘এ’ দলের সঙ্গে লম্বা সফরে আগামীকাল (১৪ অক্টোবর) রাতে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন লিটন। সেখানে রয়েছে বেশ কয়েকটি তিনদিনের ম্যাচ, ওয়ানডে সিরিজ ও  একটি চারদিনের ম্যাচ। এ সফরে বড় ইনিংস খেলতে চান লিটন। সেই সঙ্গে ব্যক্তিগতভাবেও ম্যাচগুলোকে বেশ গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন তিনি, ‘যে কোনো ম্যাচই আমার জন্য গুরুত্বপূর্ণ। আর লম্বা ইনিংস খেলা নিয়েও আমি ভাবছি। অনেকদিন ধরেই লম্বা ইনিংস খেলা হচ্ছে না। ৫০-৬০ করেই আউট হয়ে যাচ্ছি। সুযোগ যদি আসে বড় ইনিংস খেলার চেষ্টা করবো। ’

প্রথম শ্রেণির ক্রিকেটে লিটনের ব্যাটিং গড় ৬৫.৮০। সর্বোচ্চ ইনিংস ১৭৫ রানের। শটস খেলতে পছ্ন্দ করেন তিনি। শটস খেলার প্রবনতার কারণেই কি ইনিংস লম্বা করা যাচ্ছে না-এমন প্রশ্নের উত্তরে লিটন জানান, ‘দেখেন, আমি ছোট থেকে যেভাবে খেলে আসছি এভাবেই ঘরোয়া লিগে ৬টা সেঞ্চুরি পেয়েছি। আমি মনে করি না এটা শটসের জন্য হয়। লম্বা ইনিংস হচ্ছে না, হয়তো হয়ে যাবে। সব সময় আমার সে রকম খেলার পরিকল্পনা থাকে। অনেক সময় সফল হই, অনেক সময় সফল হই না। ’

‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে লিটন দাস ছাড়াও যাচ্ছেন সৌম্য সরকার, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেনের মতো জাতীয় দলের ক্রিকেটাররা।

উল্লেখ্য, পাঁচ সপ্তাহের সফরে দক্ষিণ আফ্রিকায় তিনটি ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচ খেলবে শুভাগত-সৌম্যরা। পরে জিম্বাবুয়ে গিয়ে তাদের ‘এ’ দলের বিপক্ষে আরও  তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে ‘এ’ দল। ১৯ অক্টোবর আইরেনে ভিলেজার্স ক্লাবের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবে শুভাগত-সৌম্যরা।

এরপর ২১ থেকে ২৩ অক্টোবর একটি তিনদিনের ম্যাচ খেলার পর ২৭ ও ২৯ তারিখে শেষ দুটি একদিনের ম্যাচ খেলবে সফরকারীরা। প্রথম তিন ম্যাচে বাংলাদেশ ‘এ’র প্রতিপক্ষ আইরিন ভিলেজার্স ক্লাব, শেষ ম্যাচের প্রতিপক্ষ গুটেং স্ট্রাইকার্স। দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে ৩০ অক্টোবর জিম্বাবুয়ে যাবে ‘এ’ দল। বুলাওয়েতে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে তিনটি একদিনের ও দুটি চারদিনের ম্যাচ খেলে ১৯ নভেম্বর দেশে ফিরবে দলটি।

বাংলাদেশ ‘এ’ দল:  শুভাগত হোম চৌধুরী (অধিনায়ক), সৌম্য সরকার (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, রনি তালুকদার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান, মো. মিঠুন, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শহীদ, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, সাকলাইন সজীব, জুবায়ের হোসেন ও তাইজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ১৩ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।