ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশেই হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
বাংলাদেশেই হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

ঢাকা: আর কোনো অনিশ্চয়তার অবকাশ নেই। বাংলাদেশেই হতে যাচ্ছে ২০১৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ।

এমনটিই নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুবাইতে অবস্থিত আইসিসির সদর দপ্তরে এ বছরের শেষ বোর্ড মিটিং সম্পন্ন হয়। সেখানেই নিশ্চিত করা হয়, বাংলাদেশে ২০১৬ সালের ২২ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর্দা উঠবে। ফেব্রুয়ারির ১৪ তারিখে এর সমাপ্তি ঘটবে।

সম্প্রতি নিরাপত্তার অজুহাতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পরবর্তীতে আগামী বছর অনুষ্ঠেয় এগারতম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ারও একটা গুঞ্জন ওঠে। কিন্তু, শেষ পর্যন্ত তা গুজবই থেকে গেল।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া উদ্বেগ জানালেও আইসিসি সে পথে হাঁটছে না। বোর্ড মিটিংয়ে নিরাপত্তা ইস্যুতে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সরকারের সঙ্গে বিসিবি’র সমন্বিত নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন আইসিসির নিরাপত্তা উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।