ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মেট্রোর জয়, ঢাকার পরাজয়, রাজশাহী-সিলেটের ড্র

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
মেট্রোর জয়, ঢাকার পরাজয়, রাজশাহী-সিলেটের ড্র

ঢাকা: ১৭তম জাতীয় লিগের তৃতীয় রাউন্ড শেষে প্রথম জয় তুলে নিয়েছে ঢাকা মেট্রো। আর প্রথম হারের স্বাদ নিয়েছে ঢাকা বিভাগ।

দুই ঢাকার হাইভোল্টেজ ম্যাচে মাহামুদুল্লাহর মেট্রো জয় পেয়েছে ৩ উইকেটে। তবে, জয়টি মোটেই সহজভাবে পায়নি শামসুর রহমান-মাহামুদুল্লাহ রিয়াদ-মার্শাল আইয়ুব-মেহরাব হোসেন জুনিয়র-ইলিয়াস সানি-আরাফাত সানিরা।

প্রথম ইনিংসে ঢাকা বিভাগ নিজেদের সবক’টি উইকেট হারিয়ে তোলে ৩২৭ রান। জবাবে অলআউট হওয়ার আগে ঢাকা মেট্রো করে ৩৫২ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রকিবুল-নাদিফ-মোশাররফদের ঢাকা বিভাগ ১১৫ রানে গুটিয়ে যায়।

জয়ের জন্য মাত্র ৯১ রানের টার্গেট তাড়া করতে নেমে মেট্রো ৭ উইকেট হারিয়ে ফেলে। অভিজ্ঞ দলপতি মাহমুদুল্লাহ বুক চিতিয়ে লড়ে না গেলে ৩ উইকেটের জয় পাওয়া হতো না আগের দুই ম্যাচের পরাজিত দলটিকে।

প্রথম ইনিংসে ঢাকা বিভাগের হয়ে ওপেনার আব্দুল মজিদ ৬৬, নাদিফ চৌধুরি ৩৯ করে বিদায় নিলেও ৯৯ রানের অসাধারণ এক ইনিংস খেলে আউট হন রকিবুল হাসান। মেট্রোর হয়ে নয়জন বোলার বল করেন। আরাফাত সানি একাই ৬ উইকেট তুলে নেন।

নিজেদের প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে মেট্রো তোলে ৩৫২ রান। দলের হয়ে ১৩৮ রান করেন শামসুর রহমান। এছাড়া ওপেনার সৈকত আলি ৪৮, মাহমুদুল্লাহ ১০, মার্শাল আইয়ুব ২৪, মেহরাব জুনিয়র ৩৭ এবং শরীফুল্লাহ ৫২ রান করেন। ঢাকা বিভাগের হয়ে ৫টি উইকেট নিজের দখলে নেন মোশাররফ হোসেন।

দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৫ রানে অলআউট হয় ঢাকা বিভাগ। রকিবুল ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে নাদিফের ব্যাট থেকে। মেট্রোর হয়ে শরীফুল্লাহ ৪টি উইকেট পান। ইলিয়াস সানি উইকেটশূন্য থাকলেও আরাফাত সানি, মাহামুদুল্লাহ, শহিদুল ইসলাম দুটি করে উইকেট নেন।

৯১ রানের টার্গেটে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা মেট্রো। তবে, একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে নিতে থাকেন মাহামুদুল্লাহ। ৪৫ রানে অপরাজিত থেকে দলকে জয় পাইয়ে দিয়ে মাঠ ছাড়েন তিনি।

ঢাকা বিভাগের মোশাররফ হোসেন দ্বিতীয় ইনিংসেও আলো ছড়িয়ে সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেন। ম্যান অব দ্য ম্যাচ হন শামসুর রহমান।

এ জয়ের ফলে মেট্রোর পয়েন্ট গিয়ে দাঁড়ালো ২৪। আর ঢাকা বিভাগের ২৭। ৩৩ পয়েন্ট নিয়ে প্রথম স্তরের শীর্ষে আছে খুলনা বিভাগ।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগের ম্যাচটি ড্র হয়েছে। ইমতিয়াজের ১৫৪ আর রুমান আহমেদের ৮২ রানের সুবাদে সিলেট প্রথম ইনিংসে ৩২৮ রান তোলে। স্বাগতিক রাজশাহী অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে করে ৩৮০ রান। শতক হাঁকিয়ে ১৪৫ রানের দারুণ ইনিংস খেলেন ফরহাদ হোসেন। মুশফিকুর রহিম ২২, জুনায়েদ সিদ্দিকী ১৪ আর ফরহাদ রেজা অপরাজিত ৫৪ রান করেন।

দ্বিতীয় ইনিংসে সিলেট বিভাগ ৭ উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৯৩ রান করে আউট হন দলপতি অলোক কাপালি। এছাড়া রাজিন সালেহ করেন ৩৩ রান। দুই অধিনায়কের সিদ্ধান্তে পরে ড্র মেনে নেয় দুই দল।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ১৩ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।