ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে থাকছে ‘এলিমিনেটেড রাউন্ড’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
বিপিএলে থাকছে ‘এলিমিনেটেড রাউন্ড’ ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী মাসেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। ফিক্সিং বিতর্কের কারণে এক মৌসুমের বিরতির পর ২২ নভেম্বর শুরু হচ্ছে তৃতীয় আসরটি।

এরই মধ্যে নতুন আঙ্গিকে বিপিএল আয়োজনের রুপরেখাও চূড়ান্ত করে ফেলেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

প্রথমবারের মতো বিপিএলে থাকছে এলিমিনেটেড রাউন্ড। সেমিফাইনাল থেকে ফাইনালে পৌঁছার ক্ষেত্রে প্রযোজ্য হবে রাউন্ডটি।  
 
এ প্রসঙ্গে বুধবার (১৪ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘এবার সেমিফাইনালটা একটু ভিন্ন ফরম্যাটে করছি। আইপিএল স্টাইলে যাচ্ছি আমরা। দুই ফাইনালিস্ট নির্ধারণের ক্ষেত্রে থাকছে এলিমিনেটেড রাউন্ড। ’

এলিমিনেটেড রাউন্ডের নিয়মানুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে। বিজয়ী দল সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। অপর সেমিফাইনালে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল দুটি মুখোমুখি হবে। এ ম্যাচের বিজয়ী দলের সঙ্গে খেলবে প্রথম সেমিফাইনালে হেরে যাওয়া দলটি। বিজয়ী দলটি খেলবে ফাইনালে।
 
এবারের আসরে প্রতিদিনই দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ শুরু দুপুর ২টায় আর দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। ২২ নভেম্বর উদ্বোধণী ম্যাচ, আর ফাইনাল ১৫ ডিসেম্বর। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ১৪ অক্টোবর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।