ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের প্রাধান্য

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
বিপিএলে বিদেশি ক্রিকেটারদের প্রাধান্য

ঢাকা: বিপিএলের এবারের আসরে দেশী ক্রিকেটারদের চাইতে বেশি সংখ্যক বিদেশী ক্রিকেটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দেশের হয়ে যেখানে ১২৩ জন ক্রিকেটার খেলবেন, সেখানে ১৯৬ জন বিদেশী ক্রিকেটার এবারের বিপিএলে খেলবেন, বলে জানালেন বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।



বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মেলন কক্ষে এ বিষয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরেন ইসমাইল হায়দার।

বিদেশী ক্রিকেটারদের অংশগ্রহন প্রসঙ্গে তিনি আরও বলেন, চারটি ক্যাটাগরিতে এবারের বিপিএলে বিদেশী ক্রিকেটাররা খেলবেন। আর এই চারটি ক্যাটাগরিতে তাঁদের পারিশ্রমিকও হবে ভিন্ন ভিন্ন। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৭০ হাজার মার্কিন ডলার, ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৫০ হাজার, ‘সি’ ক্যাটাগরির ৪০ হাজার এবং ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৩০ হাজার মার্কিন ডলার করে পাবেন।

৮ টি ভিন্ন ভিন্ন দেশের  বিদেশী খেলোয়াড়রা এবারের আসরে অংশ নিচ্ছেন। তারা হলেন; ইংল্যান্ড থেকে ৫৩ জন, পাকিস্তান ৫৩, ওয়েস্ট ইন্ডিজ ৩৪, শ্রীলঙ্কা ২৫, দক্ষিণ আফ্রিকা ৪, অস্ট্রেলিয়া ৪, নিউজিল্যান্ড ২ ও জিম্বাবুয়ে থেকে ৬ জন ইতোমধ্যেই এবারের আসরে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন বললেন বিপিএল সদস্য সচিব।

এদিকে, প্রতিটি দলে সর্বোচ্চ ১২ জন বিদেশী ক্রিকেটার রেজিষ্ট্রেশন করতে পারবেন এবং একাদশে ৪ জন বাধ্যতামুলক খেলবেন।

বিদেশী ক্রিকেটার দিয়ে বিপিএলের তৃতীয় আসরকে তারকাখচিত করে তুলতে ফ্রাঞ্চাইজিরা এরই মধ্যে দলে ভিড়িয়েছেন ক্রিস গেইল, আফ্রিদি, কুমার সাঙ্গাকারা ও শোয়েব মালিকের মত  টি টোয়েন্টি তারকাদের। এদের মধ্যে ক্রিস গেইল খেলবেন বরিশাল বুলসের হয়ে, শহীদ আফ্রিদি- সিলেট সুপারস্টারস, শোয়েব মালিক- কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং কুমার সাঙ্গাকারা- রংপুর রাইডার্সের হয়ে খেলবেন।

বাংলাদেশ সময় ১৬০৮ ঘন্টা, ১৪ অক্টোবর ২০১৫
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।