ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

হিজরি নববর্ষে আইসিসি’র অফিস বন্ধ ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
হিজরি নববর্ষে আইসিসি’র অফিস বন্ধ ঘোষণা

ঢাকা: বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ১৪৩৭ হিজরি (আরবি) নববর্ষ উদযাপনের লক্ষ্যে সরকারি ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। এ উপলক্ষ্যে দুবাইতে অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দপ্তরও বন্ধ ঘোষণা করা হয়েছে।



বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে আইসিসি। ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত তিনদিন তাদের অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।

আরব আমিরাতের সাপ্তাহিক ছুটি শেষে পুরোদমে আইসিসির কার্যক্রম শুরু হবে। আগামী রোববার (১৮ অক্টোবর) থেকে অফিস খোলা থাকবে বলে জানানো হয়।

এদিকে, গতকাল (মঙ্গলবার) ২০১৫ সালের সর্বশেষ বোর্ড মিটিং সম্পন্ন করে আইসিসি। এরপর বিবৃতির মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। তার মধ্যে অন্যতম হলো, বাংলাদেশে অনুষ্ঠেয় ২০১৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ। আগামী বছরের ২২ জানুয়ারি শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি এগারতম আসরটির পর্দা নামবে।

এর আগে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নেওয়ার একটা গুঞ্জন ওঠে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করার পরই এমন গুজব রটে। কিন্তু, শেষ পর্যন্ত তা ভিত্তিহীন বলেই প্রমাণিত হলো। এমনকি সরকারের সঙ্গে বিসিবি’র সমন্বিত নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন আইসিসির নিরাপত্তা উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।