ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপ বাংলাদেশে হওয়ার সম্ভাবনা কম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এশিয়া কাপ বাংলাদেশে হওয়ার সম্ভাবনা কম

ঢাকা: ২০১২ ও ২০১৪ সালে টানা দু’বার এশিয়া কাপের আয়োজক হয়েছিল বাংলাদেশ। টানা তৃতীয়বার আয়োজক হওয়ার আগ্রহ বাংলাদেশ দেখালেও সে সম্ভাবনা ক্ষীন।

এশিয়া কাপের পরপরই ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ানোর সুযোগ হাতছাড়া করতে চায় না এশিয়ার অন্য দেশগুলো। ফলে ভারতেই হতে পারে ২০১৬ সালের এশিয়া কাপ।

আইসিসি সভা শেষে দেশে ফিরে এশিয়া কাপের আয়োজক হওয়া প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ‘পরপর দুইবার বাংলাদেশ এশিয়া কাপ হওয়ার কারণে আমাদের সুযোগ এবারে কম। সামনে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ কারণে সবাই চাচ্ছে ওখানেই এশিয়া কাপ খেলতে। তাতে করে বিশ্বকাপের আগে সবাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবে। ’

তিনি আরও যোগ করেন, ‘এশিয়া কাপের জন্য আমরা আগ্রহ দেখিয়েছি। সেখানে আলোচনা হয়েছে এশিয়া কাপ ভারতেই হবে। তবে, আমি এখনো জানি না ভারত এতে আগ্রহী কিনা। যদি ভারত আগ্রহ না দেখায় সেক্ষেত্রে নিশ্চিত বাংলাদেশেই হবে এশিয়া কাপ। এজন্য আরও বেশকিছু দিন অপেক্ষা করতে হবে।

পাপন জানান, আগামী মাসের ২৭-২৮ তারিখে সিঙ্গাপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বোর্ড মিটিং আছে। সেখানে আমরাও থাকবো। সেখানেই চূড়ান্ত হবে এশিয়া কাপ কোথায় হবে। ’

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ১৬ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।