ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

চারেই ব্যাটিং করবেন অজি দলপতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
চারেই ব্যাটিং করবেন অজি দলপতি ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ চার নম্বরে ব্যাটিং করবেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। এরআগে উসমান খাজার দলে অন্তর্ভূক্তি নিয়ে, স্মিথের তিন নম্বর পজিশন ছাড়ার গুঞ্জন চলছিল বেশ আগে থেকেই।



অধিনায়কের ব্যাটিং পজিশন বদলানো মানে, ওপেনিংয়ে ব্যাট করবেন ইনজুরি ফেরত ডেভিড ওয়ার্নার ও দুটি টেস্ট খেলা জো বার্নস। আর তিন নম্বরে সেই খাজা।

২০১৫ বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে তিনে ব্যাটিং করেছেন স্মিথ। যেখানে তিনি ৭১.৯০ গড়ে ১৯৯, ২১৫ ও ১৪৩ রানের বড় ইনিংসগুলো খেলেছিলেন। তবে গত বছর ঘরের মাঠে ভারতের বিপক্ষে চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ৮০ গড়ে রান করেছিলেন এ ডানহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।