ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সাবধান করা হলো বিপিএলে আগ্রহী আমিরকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
সাবধান করা হলো বিপিএলে আগ্রহী আমিরকে ছবি: সংগৃহীত

ঢাকা: নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া লিগে ফেরা মোহাম্মদ আমিরকে নিয়ে বিপাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জাতীয় দলে ফেরার আশা নিয়ে কঠোর পরিশ্রম করে যাওয়া এ বাঁহাতি পেসারকে সাবধান করে দিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান।



বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে খেলার আগ্রহ প্রকাশ করা আমির পাকিস্তানের ঘরোয়া লিগে প্রতিপক্ষের ব্যাটসম্যান ফয়সাল ইকবালের সঙ্গে ‘স্লেজিং’য়ে জড়িয়ে পড়েন। পিআইএ ও সুই সাউর্দান গ্যাসের মধ্যকার ম্যাচ চলাকালে এ ঘটনা হাতাহাতি পর্যন্ত গড়ায়।

কায়েদ-ই-আজম ট্রফির এ খেলায় ম্যাচ রেফারি আমির ও ফয়সালকে জরিমানা করেন।

আমিরের এমন ঘটনায় মর্মাহত পিসিবি চেয়ারম্যান জানান, আমিরের মতো ক্রিকেটারদের কাছ থেকে এমন কিছু আশা করা যায় না। ঘটনাটির সময় সে আপত্তিকর ভাষা ব্যবহার করেছে। তার ব্যবহারও ভালো ছিলনা। মাত্র আমির ম্যাচ ফিক্সিংয়ের মতো ন্যাক্কারজনক ঘটনা থেকে মুক্তি পেয়েছে। তার আরও ভালো ব্যবহার শেখা উচিৎ।

শাহরিয়ার আরও যোগ করেন, আমি আমিরকে সাবধান করে দিচ্ছি। সে যদি এমন ব্যবহার চালিয়ে যেতে থাকে, তাহলে কোনোদিনও জাতীয় দলের দরজা তার জন্য খোলা থাকবে না। অন্য ক্রিকেটারদের শ্রদ্ধা করতে না পারলে আমি যতদিন দায়িত্বে থাকব, ততদিন আমিরকে জাতীয় দলে কোনো জায়গা নিতে দেবনা।

এর আগে আমির ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সালমান বাট ও মোহাম্মদ আসিফের সঙ্গে ‘স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। পরে আইসিসি কর্তৃক তাদের পাঁচ বছর ক্রিকেট থেকে নির্বাসন দেওয়া হয়। সম্প্রতি নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো ক্রিকেটে ফেরেন আমির।

নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া লিগে দারুণ পারফর্ম করে যাচ্ছেন আমির। ঘরোয়া লিগের চার ম্যাচে অংশ নিয়ে ৩৩টি উইকেট তুলে নিয়েছেন তিনি। পুরোনো পারফর্ম দেখানোয় বিপিএলের দলগুলো নজর রেখেছে এ পেসারের দিকে। তবে, বির্তক এড়িয়ে তালিকায় থাকা ৫২ পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে আমিরকে নিয়ে বিপিএলের কোন দল এগুতে চাইবে তাই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ১৭ অক্টোবর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।